
একদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজবে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। মূল মঞ্চে খেলতে নামার আগে অবশ্য দলগুলো কিছু প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল রাত সাড়ে ৮টায় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। যুক্তরাষ্ট্রে গিয়ে অনুশীলনের সুযোগ-সুবিধা পছন্দ হয়নি বলে তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ভারত। বিশ্বকাপকে সামনে রেখে গত বুধবার থেকে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করছেন রোহিত শর্মা-জাসপ্রিত বুমরারা। ক্যান্টিয়াগ পার্কের সকল সুযোগ-সুবিধা ‘গড়পড়তা’ মানের বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
ভারতের অসন্তুষ্টর বিষয়টি এক সূত্রের মাধ্যমে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘পিচ থেকে শুরু করে অন্যান্য সকল সুযোগ-সুবিধা অস্থায়ী। এটা বলা ভালো হবে যে, সবকিছু গড়পড়তা মানের। দল এ নিয়ে তাদের উদ্বিগ্ন জানিয়েছে।’
শুধু মাঠের সুযোগ-সুবিধা নিয়েই নয়, খাবার নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় দল। জানা গেছে, অনুশীলনের সময় যে খাবার সরবরাহ করা হয়েছে তা পর্যাপ্ত পরিমাণের ছিল না। এ ছাড়া অনুশীলন সেশন কাভার করতে আসা সাংবাদিকদের বক্সে করে খাবার দেওয়ায় অনেক খেলোয়াড় নাকি খুশি হননি।
তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অবশ্য ভিন্ন কিছু জানিয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো দল বা ব্যক্তি এমন অভিযোগ জানায়নি। আইসিসি জানিয়েছে, ক্যান্টিয়াগ পার্কের অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে কোনো দল এখনো অভিযোগ কিংবা উদ্বেগ প্রকাশ করেনি।
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তা ছাড়া ৩৪ হাজার দর্শকাসনের এ মাঠেই মূল পর্বের তিনটি ম্যাচ খেলবে ভারত। নিউইয়র্ক থেকে কাছাকাছি হওয়ায় তাই ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করছে ভারত। ক্যান্টিয়াগ পার্কের মতোই নাসাউ স্টেডিয়ামের পিচসহ পুরো গ্যালারি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে।

একদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজবে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। মূল মঞ্চে খেলতে নামার আগে অবশ্য দলগুলো কিছু প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল রাত সাড়ে ৮টায় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। যুক্তরাষ্ট্রে গিয়ে অনুশীলনের সুযোগ-সুবিধা পছন্দ হয়নি বলে তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ভারত। বিশ্বকাপকে সামনে রেখে গত বুধবার থেকে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করছেন রোহিত শর্মা-জাসপ্রিত বুমরারা। ক্যান্টিয়াগ পার্কের সকল সুযোগ-সুবিধা ‘গড়পড়তা’ মানের বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
ভারতের অসন্তুষ্টর বিষয়টি এক সূত্রের মাধ্যমে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘পিচ থেকে শুরু করে অন্যান্য সকল সুযোগ-সুবিধা অস্থায়ী। এটা বলা ভালো হবে যে, সবকিছু গড়পড়তা মানের। দল এ নিয়ে তাদের উদ্বিগ্ন জানিয়েছে।’
শুধু মাঠের সুযোগ-সুবিধা নিয়েই নয়, খাবার নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় দল। জানা গেছে, অনুশীলনের সময় যে খাবার সরবরাহ করা হয়েছে তা পর্যাপ্ত পরিমাণের ছিল না। এ ছাড়া অনুশীলন সেশন কাভার করতে আসা সাংবাদিকদের বক্সে করে খাবার দেওয়ায় অনেক খেলোয়াড় নাকি খুশি হননি।
তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অবশ্য ভিন্ন কিছু জানিয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো দল বা ব্যক্তি এমন অভিযোগ জানায়নি। আইসিসি জানিয়েছে, ক্যান্টিয়াগ পার্কের অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে কোনো দল এখনো অভিযোগ কিংবা উদ্বেগ প্রকাশ করেনি।
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তা ছাড়া ৩৪ হাজার দর্শকাসনের এ মাঠেই মূল পর্বের তিনটি ম্যাচ খেলবে ভারত। নিউইয়র্ক থেকে কাছাকাছি হওয়ায় তাই ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করছে ভারত। ক্যান্টিয়াগ পার্কের মতোই নাসাউ স্টেডিয়ামের পিচসহ পুরো গ্যালারি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে