আইসিসি ইভেন্টের দল ঘোষণা অন্যান্য দল যেভাবে করে, নিউজিল্যান্ড তাদের থেকে যেন একটু ব্যতিক্রম। প্রতিবারই কিউইরা অভিনব ও সৃজনশীল উপায়ে দল ঘোষণা করে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ক্ষেত্রেও চমক দেখিয়েছে নিউজিল্যান্ড।
সবার আগে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দল ঘোষণা হয়েছে অকল্যান্ডে। সেখানে ছিলেন টিম সাউদি, জেমস নিশাম, ইশ সোধির মতো তারকা ক্রিকেটাররা। উৎসবমুখর পরিবেশে দল ঘোষণার সময় ছিল বড় চমক। ব্ল্যাকক্যাপসের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা দেড় মিনিটের এক ভিডিওতে দেখা গেছে, ম্যাটিলডা ও অ্যানগাস নামের দুই শিশু দল ঘোষণা করছে। অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় কেইন উইলিয়ামসনের নাম। ভিডিওর ক্যাপশন দেওয়া হয়, ‘বিশেষ অতিথি ম্যাটিলডা ও অ্যাঙ্গাসের সঙ্গে যোগ দিন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা চলছে।’ দল ঘোষণার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিও উন্মোচন করেছে নিউজিল্যান্ড। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের রেট্রো জার্সিই ফিরিয়ে এনেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে প্রথাগত কালো রং নেই। জার্সিতে রয়েছে গাঢ় নীল বর্ণ। মাঝ বরাবর সাদা এক দাগ কাটা রয়েছে। সেখানে ইংরেজিতে লেখা নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপস তাদের পেজে সাউদি, নিশাম, সোধি, চ্যাপম্যানসহ তারকা ক্রিকেটারদের জার্সি পরে একসঙ্গে একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘১৯৯৯ বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের জার্সি। এনজেডসি (নিউজিল্যান্ড ক্রিকেট) স্টোর থেকে আগামীকাল পাওয়া যাবে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার সময়ও চমক দেখায় নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দল তখন ঘোষণা করেন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। কারও সন্তান খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। মা-বাবা, স্ত্রী, দাদি, প্রেমিকাদেরও খেলোয়াড়দের নাম বলতে শোনা গিয়েছিল। সেবার উইলিয়ামসনের নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলতে যায় কিউইরা।
আরও পড়ুন:

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৯ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১৩ ঘণ্টা আগে