Ajker Patrika

আইপিএল খেলে রাচিন-মিচেলদের টেস্টের প্রস্তুতি!

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৯: ৪৩
আইপিএল খেলে রাচিন-মিচেলদের টেস্টের প্রস্তুতি!

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ডের যে দলটি, তাতে তাঁদের তারকা ক্রিকেটারদের অনেকেই নেই। চলতি আইপিএলে দল পেয়েছেন ৯ নিউজিল্যান্ডার—কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি। তাঁদের ছাড়াই তাই ১৮ এপ্রিল শুরু হতে যাওয়া ম্যাচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

জাতীয় দলের চেয়ে আইপিএলকে ক্রিকেটারদের প্রাধান্য দেওয়াটা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটারদের আইপিএল খেলার যৌক্তিকতা তুলে ধরে যা বলছেন টিম সাউদি, ক্রিকেটপ্রেমীদের কাছে সেটা নতুনই মনে হবে। নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক বললেন, আইপিএল খেলেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে প্রস্তুতি নিচ্ছেন কিউই ক্রিকেটাররা! অক্টোবর-নভেম্বরে ভারত সফরে তিন টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। 

ভারতের টেলিগ্রাফ অনলাইনকে সাউদি বললেন, ‘সারা বিশ্ব থেকে আসা ক্রিকেটাররা আইপিএল খেলেই উপমহাদেশ বিশেষ করে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছে। সব মিলিয়ে ক্রিকেটের জন্যই আইপিএল খুব বড় একটা ব্যাপার বলেই মনে করি আমি।’ এরপরই আইপিএলে খেলে টেস্টের প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা বললেন এভাবে, ‘দেশে পেস ও বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত আমরা। আর ভারতে গেলে তো প্রথম দিন থেকেই স্পিনের চ্যালেঞ্জ। প্রথাগত সুইংয়ের চেয়ে যেখানে রিভার্স সুইং সামলাতে হয় বেশি। গরম তো আছেই।’

এপ্রিল-মের প্রচণ্ড গরমে ভারতের বিভিন্ন ভেন্যুতে আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা গত ওয়ানডে বিশ্বকাপে বিদেশি ক্রিকেটারদের কাজে দিয়েছে বলেও মনে করেন সাউদি, ‘গত ওয়ানডে বিশ্বকাপেই আমরা এর (আইপিএল খেলার) উপযোগিতা দেখেছি। যেসব দলের একাধিক খেলোয়াড়ের আইপিএল অভিজ্ঞতা ছিল, তারা ভালো করেছে।’

অক্টোবর-নভেম্বরে ভারত সফরে এবার নিউজিল্যান্ড ভালো করলেই হয় এবার! ভারতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। ১৯৮৮ সালের পর জেতেনি কোনো টেস্টও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গ্রিভস-হোপ বীরত্বে হারা ম্যাচ ড্র করল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
ডাবল সেঞ্চুরি করেছেন গ্রিবস। ছবি: ক্রিকইনফো
ডাবল সেঞ্চুরি করেছেন গ্রিবস। ছবি: ক্রিকইনফো

৫৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাসের ঘরে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন। চতুর্থ ইনিংসের শুরুতেই তাই সফরকারীদের হার দেখে ফেলেছিল সবাই। কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা সেটাই বোধহয় আরেকবার প্রমাণ করলেন জাস্টিন গ্রিভস ও শাই হোপ। এই দুজনের ব্যাটিং বীরত্বে ক্রাইস্টাচার্চের হেগলি ওভালে হারতে বসা টেস্ট ড্র করল ক্যারিবীয়রা।

বিস্তারিত আসছে...

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ, যদি...

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১: ১৮
মেসি ও রোনালদো। ফাইল ছবি
মেসি ও রোনালদো। ফাইল ছবি

গত দুই দশক ধরে সেরার প্রশ্নে সবার আগে উঠে আসছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। ঈর্ষণীয় সব অর্জনের জন্য দুজনকে নিয়ে মাতামাতির শেষ নেই ভক্তদের। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের মঞ্চে সময়ের দুই সেরা তারকার লড়াই দেখার অপেক্ষাটাও দীর্ঘদিনের। অবশেষে ২৩ তম বিশ্বকাপে ফুরাতে পারে সে অপেক্ষা।

গতকাল ওয়াশিংটন ডিসির কেনেডি ওভালে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। যেখানে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা ও পর্তুগাল। ‘জে’ গ্রুপে লা আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। ‘কে’ গ্রুপে পর্তুগাল পেয়েছে উজবেকিস্তান ও কলম্বিয়াকে। বাকি একটি দল প্লে অফ থেকে উঠে আসবে। ডিআর কঙ্গো, জ্যামাইকা, নিউ ক্যালিদোনিয়ার মধ্যে যেকোনো একটি দল এই গ্রুপে পর্তুগিজদের সঙ্গী হবে।

ড্রয়ের চিত্র বলছে, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগালের লড়াইয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মিলতে হবে কিছু সমীকরণ। নিজেদের গ্রুপের সেরা হয়ে শেষ বত্রিশ এবং শেষ ষোলতে উঠতে হবে এই দুই দলকে। সেখানেও জিততে হবে তাদের। তবেই সেমিফাইনালের লড়াইয়ে দেখা যাবে মেসি ও রোনালদোর দ্বৈরথ।

আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানের মতো কম শক্তির দল গ্রুপে থাকায় সেরা হয়ে শেষ বত্রিশে যাওয়াটা কঠিন হবে না আর্জেন্টিনার জন্য। সেদিক থেকে কিছুটা কঠিন পরীক্ষা দিতে হতে পারে পর্তুগালকে। গ্রুপ পর্বে তাদের আসল লড়াইটা হবে কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ানদের হারাতে পারলে গ্রুপের সেরা হয়ে পরের পর্বে পা রাখতে আর তেমন বাধা থাকবে না ইউরোপের দলটির জন্য।

২০২২ কাতার বিশ্বকাপে অপেক্ষা ফুরিয়েছে মেসির। মধ্যপ্রাচ্যের মাটিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। এদিক থেকে এখনো অপূর্ণতা রয়েই গেছে রোনালদোর। অসংখ্য অর্জনের ভীড়ে একটি বিশ্বকাপ জেতার অপেক্ষা শেষ হয়নি সাত নম্বর জার্সিধারীর। আল নাসর তারকা যে তাই ২০২৬ বিশ্বকাপ জেতার সব রকম চেষ্টাই করবেন সেটা বলা বাহুল্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আজ কী আছে ভারতের ভাগ্যে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০: ৫৩
দ্বিতীয় ম্যাচে হেরেছে স্বাগতিকেরা। ছবি: ক্রিকইনফো
দ্বিতীয় ম্যাচে হেরেছে স্বাগতিকেরা। ছবি: ক্রিকইনফো

টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের দুঃস্মৃতি ভুলে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ করেছিল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারায় তারা। কিন্তু জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি লোকেশ রাহুলের দল। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতা ফেরায় প্রোটিয়ারা। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় অলিখিত ফাইনালে রূপ নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচটি। সেখানে জয়ী দলের হাতেই শিরোপা উঠবে। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

ক্রাইস্টচার্চ টেস্ট: ৫ম দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪টা, সরাসরি

টি স্পোর্টস

ব্রিসবেন টেস্ট: ৩য় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

সকাল ১০টা, সরাসরি

স্টার স্পোর্টস ১

তৃতীয় ওয়ানডে

ভারত-দক্ষিণ আফ্রিকা

বেলা ২টা, সরাসরি

স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যাস্টন ভিলা-আর্সেনাল

সন্ধ্যা ৬টা ৩০ মি., সরাসরি

ম্যানসিটি-সান্ডারল্যান্ড

রাত ৯টা, সরাসরি

লিডস ইউনাইটেড-লিভারপুল

রাত ১১টা ৩০ মি., সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথ-চেলসি

রাত ৯টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে, প্রতিপক্ষ কারা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১: ৩৭
আর্জেন্টিনা খেলবে জে গ্রুপে। ছবি: ফিফা
আর্জেন্টিনা খেলবে জে গ্রুপে। ছবি: ফিফা

৪৮ দলের মধ্যে ৪২ দল টিকিট কেটে রেখেছে বিশ্বকাপের। এর মধ্যে আছে ব্রাজিল-আর্জেন্টিনা। আর বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনায় বিভাজিত হয়ে পড়ে বাংলাদেশ। গতকাল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে হয়েছে ২০২৬ বিশ্বকাপের ড্র। সোনালি ট্রফিটি নিজের করে নেওয়ার জন্য সব দল হিসাব-নিকাশ শুরু করে দেবে এখন।

১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। মেক্সিকোসহ আরও দুই স্বাগতিক কানাডা ও যুক্তরাষ্ট্রের গ্রুপিং আগে থেকেই ঠিক করা ছিল। আনুষ্ঠানিকভাবে ড্রয়ের মূলপর্ব যখন শুরু হলো পাত্র থেকে প্রথমে তোলা হয় ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম। ‘সি’ গ্রুপে রাখা হয় তাদের। ১৩ জুন গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কার্লো আনচেলত্তির দল। একই গ্রুপে রয়েছে হাইতি ও ইংল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে জে গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

দেখে নিন বিশ্বকাপে কারা কোন গ্রুপে

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লে-অফ ‘ডি’ জয়ী (ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া)।

গ্রুপ ‘বি’: কানাডা, প্লে অফ ‘এ’ জয়ী (ইতালি/ ওয়েলস/বসনিয়া/উত্তর আয়ারল্যান্ড), কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ ‘সি’ জয়ী দল (তুরস্ক/ স্লোভাকিয়া/ কসোভো/ রোমানিয়া)।

গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ ‘বি’ জয়ী দল (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন), তিউনিসিয়া।

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব।

গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী দল (ইরাক/ বলিভিয়া/সুরিনাম), নরওয়ে।

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে-অফ ১ জয়ী দল (ডিআর কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালিদোনিয়া)।

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড. ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত