ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে চৌধুরী সাব্বির আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন এলাকাবাসী। পরে ওই নেতাকে মারধর করা হয়। ঘটনার দুদিন পর এর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতা সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা সদরে তার প্রভাব বিস্তার রয়েছে এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
জানা গেছে, গত রোববার রাতে জেলা সদরের গেরদা ইউনিয়নের গোকাইল গ্রামের বাসিন্দা এক প্রবাসীর বাড়িতে যান সাব্বির চৌধুরী। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে রাত ১টার দিকে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর ঘরের ভেতর থেকে আটক করে তাকে। এ সময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে সেই দৃশ্য ধারন করে রাখে। পরে এলন লাভার (Alone Lover) নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিও প্রকাশ করা হয়। যা রীতিমতো ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবাসীর স্ত্রীর কক্ষে এক কোনে নিশ্চুপ বসে আছেন ওই আওয়ামী লীগ নেতা। তার পাশেই ওই প্রবাসীর স্ত্রী পায়চারী করছেন। এ সময় স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে মারধরও করতে থাকে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিলন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন গভীর রাতে ওই মহিলার প্রতিবেশী রফিক মোল্যা ফোন দিয়ে আমাকে বিষয়টি জানায়। পরে রাতেই আমরা গিয়ে দেখি তাকে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছে। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আয়ূব হারিস মিয়া তাকে নিয়ে যায়।’
তবে আওয়ামী লীগ নেতা চৌধুরী সাব্বির আলীর দাবি, ‘তাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মেয়েটার বাবার বাড়ি আমাদের এলাকায়। তাদের পারিবারিক ঝামেলা মেটানোর জন্য আমাকে ডাকা হয়। পরবর্তীতে পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করে।’
কারা ডেকে নিয়েছিল? এ বিষয়ে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
ওই নারীর সঙ্গে পারিবারিক কোনো সম্পর্ক আছে কি-না এবং গভীর রাতে কেন গিয়েছেন? জানতে চাইলে বলেন, ‘মেয়েটা আমার এলাকার, আত্মীয় না। বিষয়টি নিয়ে নিউজ কইরেন না।’
বিষয়টি নিয়ে গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আয়ূব হারিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যেভাবে রটানো হয়েছে, আসলে সেটা না। রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। তবে, রাতে তার আসা ঠিক হয়নি। যে কারণে এলাকাবাসী ধরে আমাকে জানিয়েছিল।’
বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিডিও দেখিইনি এবং কি হয়েছে কিছুই জানিনা।’

ফরিদপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে চৌধুরী সাব্বির আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন এলাকাবাসী। পরে ওই নেতাকে মারধর করা হয়। ঘটনার দুদিন পর এর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতা সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা সদরে তার প্রভাব বিস্তার রয়েছে এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
জানা গেছে, গত রোববার রাতে জেলা সদরের গেরদা ইউনিয়নের গোকাইল গ্রামের বাসিন্দা এক প্রবাসীর বাড়িতে যান সাব্বির চৌধুরী। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে রাত ১টার দিকে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর ঘরের ভেতর থেকে আটক করে তাকে। এ সময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে সেই দৃশ্য ধারন করে রাখে। পরে এলন লাভার (Alone Lover) নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিও প্রকাশ করা হয়। যা রীতিমতো ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবাসীর স্ত্রীর কক্ষে এক কোনে নিশ্চুপ বসে আছেন ওই আওয়ামী লীগ নেতা। তার পাশেই ওই প্রবাসীর স্ত্রী পায়চারী করছেন। এ সময় স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে মারধরও করতে থাকে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিলন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন গভীর রাতে ওই মহিলার প্রতিবেশী রফিক মোল্যা ফোন দিয়ে আমাকে বিষয়টি জানায়। পরে রাতেই আমরা গিয়ে দেখি তাকে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছে। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আয়ূব হারিস মিয়া তাকে নিয়ে যায়।’
তবে আওয়ামী লীগ নেতা চৌধুরী সাব্বির আলীর দাবি, ‘তাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মেয়েটার বাবার বাড়ি আমাদের এলাকায়। তাদের পারিবারিক ঝামেলা মেটানোর জন্য আমাকে ডাকা হয়। পরবর্তীতে পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করে।’
কারা ডেকে নিয়েছিল? এ বিষয়ে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
ওই নারীর সঙ্গে পারিবারিক কোনো সম্পর্ক আছে কি-না এবং গভীর রাতে কেন গিয়েছেন? জানতে চাইলে বলেন, ‘মেয়েটা আমার এলাকার, আত্মীয় না। বিষয়টি নিয়ে নিউজ কইরেন না।’
বিষয়টি নিয়ে গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আয়ূব হারিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যেভাবে রটানো হয়েছে, আসলে সেটা না। রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। তবে, রাতে তার আসা ঠিক হয়নি। যে কারণে এলাকাবাসী ধরে আমাকে জানিয়েছিল।’
বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিডিও দেখিইনি এবং কি হয়েছে কিছুই জানিনা।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪২ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে