নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৩১৯ জন আইনজীবী। এর মধ্যে প্রথম দিন গতকাল বুধবার ভোট দিয়েছেন ৩ হাজার ২৬১ জন এবং আজ বৃহস্পতিবার ভোট দিয়েছেন ২ হাজার ৫৮ জন আইনজীবী। দুই দিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
গতকাল ভোট শুরু হওয়ার আগেই আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাদা শার্ট পরা কয়েক শ বহিরাগতকে জড়ো হতে দেখা যায়। তাদের প্রায় প্রত্যেকের গলায় সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর ছবি সংবলিত নির্বাচনী ব্যাজ ঝোলানো ছিল।
বিষয়টি নিয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির কাছে লিখিত অভিযোগও দেন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হক।
অভিযোগের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়ো হওয়া ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়। পরে তাঁদেরকে সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে এবং মৎস ভবন এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
এদিকে বহিরাগতদের আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ভেতরে চোখে পড়েনি। তবে মৎস ভবন ও মাজার গেটের বাইরে অবস্থান করতে দেখা গেছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরে দায়িত্ব পালন করলেও তাঁদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি।
আজ ভোট দেওয়ার পর জানতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী বার অ্যাসোসিয়েশন প্রয়োজন। আমরা চেষ্টা করছি শক্তিশালী বার প্রতিষ্ঠা করার। এ জন্য কাজ করছি। সবার সহযোগিতা প্রয়োজন।’ আর ভোটের পরিবেশও ভালো ছিল বলে জানান তিনি।
আইনজীবী সমিতির ১৪টি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছেন ৩৩ জন। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৭ হাজার ৮৮৩।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৩১৯ জন আইনজীবী। এর মধ্যে প্রথম দিন গতকাল বুধবার ভোট দিয়েছেন ৩ হাজার ২৬১ জন এবং আজ বৃহস্পতিবার ভোট দিয়েছেন ২ হাজার ৫৮ জন আইনজীবী। দুই দিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
গতকাল ভোট শুরু হওয়ার আগেই আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাদা শার্ট পরা কয়েক শ বহিরাগতকে জড়ো হতে দেখা যায়। তাদের প্রায় প্রত্যেকের গলায় সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর ছবি সংবলিত নির্বাচনী ব্যাজ ঝোলানো ছিল।
বিষয়টি নিয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির কাছে লিখিত অভিযোগও দেন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হক।
অভিযোগের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়ো হওয়া ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়। পরে তাঁদেরকে সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে এবং মৎস ভবন এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
এদিকে বহিরাগতদের আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ভেতরে চোখে পড়েনি। তবে মৎস ভবন ও মাজার গেটের বাইরে অবস্থান করতে দেখা গেছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরে দায়িত্ব পালন করলেও তাঁদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি।
আজ ভোট দেওয়ার পর জানতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী বার অ্যাসোসিয়েশন প্রয়োজন। আমরা চেষ্টা করছি শক্তিশালী বার প্রতিষ্ঠা করার। এ জন্য কাজ করছি। সবার সহযোগিতা প্রয়োজন।’ আর ভোটের পরিবেশও ভালো ছিল বলে জানান তিনি।
আইনজীবী সমিতির ১৪টি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছেন ৩৩ জন। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৭ হাজার ৮৮৩।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১১ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে