নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ত্বক ফরসাকারী পাকিস্তান ও ভারত থেকে আমদানিকৃত ক্রিম ও লোশনে মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইননের উপস্থিতি পেয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। এ কারণে ১৮ প্রতিষ্ঠানের পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।
বিএসটিআই বলছে, দেশের বিভিন্ন বাজার থেকে ত্বক ফরসাকারী ক্রিম ও লোশনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর ১৮টি ক্রিম ও একটি লোশনে অতিরিক্ত মাত্রায় মার্কারি ও হাইড্রোকাউননের উপস্থিতি রয়েছে। এ কারণে এসব পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে বিএসটিআই।
বিএসটিআই জানায়, জাতীয় মান অনুযায়ী ত্বকের ক্রিমে মার্কারির মাত্রা রয়েছে ১ পিপিএম-এর কম। পরীক্ষায় পাওয়া গেছে সর্বনিম্ন ৮ দশমিক ১০ পিপিএম থেকে সর্বোচ্চ ৭৩৬ দশমিক ৫৪ পিপিএম। আর হাইড্রোকুইননের গ্রহণযোগ্য মাত্রা ৫ পিপিএম। আর পরীক্ষা করে পাওয়া গেছে ৩০ দশমিক ২৫ পিপিএম। এসব উপাদানের উপস্থিতি মাত্রাতিরিক্ত থাকায় এসব পণ্য বাজারজাত নিষিদ্ধ করল বিএসটিআই।
মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইনন ত্বক ফরসাকারী ক্রিম বা লোশনে থাকলে মানুষের ক্যানসার ও ত্বকে নানা ধরনের ত্বক রোগ হতে পারে বলে জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন গালিব।
বিএসটিআই বলছে, যেসব প্রতিষ্ঠানের ক্রিম ও লোশন বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—পাকিস্তানের গৌরী কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি, এসজে এন্টারপ্রাইজের চাঁদনী, কিউ সি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিও, নূর গোল্ড কসমেটিকসের নূর হার্বাল বিউটি ক্রিম, গোল্ডেন পার্লের গোল্ডেন পার্ল, হোয়াইট পার্ল কসমেটিকস ইন্টারন্যাশনালের হুয়াইটস পার্ল প্লাস, পুনিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ফাইজা, লোয়া ইন্টারন্যাশনালের নেভিয়া, লাইফ কসমেটিকসের ফ্রেস অ্যান্ড হুয়াইট, ফেস লিফট কসমেটিকসের ফেস লিফট, শাহিন কসমেটিকসের ফেস ফ্রেস, গুয়াজুবায়োগ টেকননোলজির ডা. রাসেল নাইট ক্রিম, আনিজা কসমেটিকসের আনিজা গোল্ড, নামপরিচয়বিহীন দুটি প্রতিষ্ঠানের ফোর প্লাস ও জায়ালো এবং ভারতের আরোমা কেয়ার কসমেটিকসের ত্বক ফরসাকারী ডা. ডেভে লোশন।
বিএসটিআই বলছে, নিষিদ্ধ ও ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত ত্বক ফরসাকারী স্ক্রিন ক্রিম এবং লোশন বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসব পণ্য ব্যবহার না করতে ভোক্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ত্বক ফরসাকারী পাকিস্তান ও ভারত থেকে আমদানিকৃত ক্রিম ও লোশনে মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইননের উপস্থিতি পেয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। এ কারণে ১৮ প্রতিষ্ঠানের পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।
বিএসটিআই বলছে, দেশের বিভিন্ন বাজার থেকে ত্বক ফরসাকারী ক্রিম ও লোশনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর ১৮টি ক্রিম ও একটি লোশনে অতিরিক্ত মাত্রায় মার্কারি ও হাইড্রোকাউননের উপস্থিতি রয়েছে। এ কারণে এসব পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে বিএসটিআই।
বিএসটিআই জানায়, জাতীয় মান অনুযায়ী ত্বকের ক্রিমে মার্কারির মাত্রা রয়েছে ১ পিপিএম-এর কম। পরীক্ষায় পাওয়া গেছে সর্বনিম্ন ৮ দশমিক ১০ পিপিএম থেকে সর্বোচ্চ ৭৩৬ দশমিক ৫৪ পিপিএম। আর হাইড্রোকুইননের গ্রহণযোগ্য মাত্রা ৫ পিপিএম। আর পরীক্ষা করে পাওয়া গেছে ৩০ দশমিক ২৫ পিপিএম। এসব উপাদানের উপস্থিতি মাত্রাতিরিক্ত থাকায় এসব পণ্য বাজারজাত নিষিদ্ধ করল বিএসটিআই।
মাত্রাতিরিক্ত মার্কারি ও হাইড্রোকুইনন ত্বক ফরসাকারী ক্রিম বা লোশনে থাকলে মানুষের ক্যানসার ও ত্বকে নানা ধরনের ত্বক রোগ হতে পারে বলে জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন গালিব।
বিএসটিআই বলছে, যেসব প্রতিষ্ঠানের ক্রিম ও লোশন বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—পাকিস্তানের গৌরী কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি, এসজে এন্টারপ্রাইজের চাঁদনী, কিউ সি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিও, নূর গোল্ড কসমেটিকসের নূর হার্বাল বিউটি ক্রিম, গোল্ডেন পার্লের গোল্ডেন পার্ল, হোয়াইট পার্ল কসমেটিকস ইন্টারন্যাশনালের হুয়াইটস পার্ল প্লাস, পুনিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ফাইজা, লোয়া ইন্টারন্যাশনালের নেভিয়া, লাইফ কসমেটিকসের ফ্রেস অ্যান্ড হুয়াইট, ফেস লিফট কসমেটিকসের ফেস লিফট, শাহিন কসমেটিকসের ফেস ফ্রেস, গুয়াজুবায়োগ টেকননোলজির ডা. রাসেল নাইট ক্রিম, আনিজা কসমেটিকসের আনিজা গোল্ড, নামপরিচয়বিহীন দুটি প্রতিষ্ঠানের ফোর প্লাস ও জায়ালো এবং ভারতের আরোমা কেয়ার কসমেটিকসের ত্বক ফরসাকারী ডা. ডেভে লোশন।
বিএসটিআই বলছে, নিষিদ্ধ ও ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত ত্বক ফরসাকারী স্ক্রিন ক্রিম এবং লোশন বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসব পণ্য ব্যবহার না করতে ভোক্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৩৫ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে