মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

১২ বছর পর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 

আপডেট : ২৬ মে ২০২৩, ১৫:১৩

ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: আজকের পত্রিকা বরিশালের বিমানবন্দর থানা এলাকার তিন বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে রাজধানীর মিরপুরের দারুস সালাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ওই আসামির নাম সোহাগ হাওলাদার (৩২)। আজ শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ১২ বছর ধরে তিনি পলাতক ছিলেন। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলাম। মামলার বরাত দিয়ে তিনি জানান, ভুক্তভোগী শিশুটি আসামি সোহাগের প্রতিবেশী ছিল। শিশুটির বাবা রিকশাচালক এবং মা অন্যের বাড়িতে কাজ করতেন। এই সুযোগে ঘটনার দিন শিশুটির বাড়িতে গিয়ে একা পেয়ে দোকান থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে কৌশলে নিজ ঘরে এনে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিশুটিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে ধর্ষক সোহাগ পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বরিশাল বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০২১ সালের মে মাসের শেষ দিকে আসামি সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

মাজহারুল ইসলাম আরও জানান, ২০১১ সালে মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন সোহাগ। গত ১২ বছর ধরে রিকশাচালক, দিনমজুর, কুলিসহ বিভিন্ন পেশার আড়ালে ছদ্মবেশ নিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের সময় মিরপুর দারুস সালাম এলাকায় কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন সোহাগ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’

    মালবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত

    পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

    নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিল ইবি শিক্ষার্থীরা

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’