প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১২ জুন চাঁদকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক উপকৃষিবিষয়ক সম্পাদক ফজলে রাব্বী রবনা বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান মামলাটি আমলে নেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদীপক্ষের আইনজীবী পি এম হাসান সোহাগ।
গুলজার আরও বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগে দণ্ডবিধি ৫০০/৫০৬-এর (২) ধারায় আদালতে মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ চলছিল। সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন। একই দিন সন্ধ্যায় তিনি নিজ বাসায় দেওয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে