ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ বলেছেন, কারও মোটরসাইকেল হারালে তাঁরা থানায় গিয়ে জিডি না করে মামলা করবেন। যদিও অধিকাংশ সময় থানার ওসিরা কষ্টের ভয়ে মামলা নিতে চান না। তবে আপনারা মামলা করে আসবেন। যদি মামলা করতে না পারেন, ডিবি অফিসে এলে মামলার ব্যবস্থা করা হবে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে উদ্ধারকৃত ১২টি চোরাই মোটরসাইকেল নিয়ে সংবাদ সম্মেলনের সময় তিনি এসব কথা বলেন।
ডিবির প্রধান হারুন অর রশিদ বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান টিম ১২টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সিলেটের হবিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে ডিবির প্রধান বলেন, গত এক বছরে অন্তত ৫০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। চক্রের সদস্যরা সবাই প্রায় একই গ্রুপের। এদের কেউ কেউ এখনো জেলে রয়েছে। জেল থেকে বের হয়ে আবার এই কাজেই জড়িয়ে পড়ে।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি থেকে জানা যায়, চক্রের একজন সদস্য প্রথমে মোটরসাইকেলের গতিবিধি লক্ষ করে। পর্যবেক্ষণের ২৫-৩০ সেকেন্ডের মধ্যে মাস্টার চাবি দিয়ে মোটরসাইকেলের ঘাড় লক ভেঙে মোটরসাইকেল চালু করে ঘটনাস্থল ত্যাগ করে। চোরাই মোটরসাইকেলগুলো তারা ২৫ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে