
আজ বুধবার বিকেল রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেছেন, ‘সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে নির্বাচনব্যবস্থা। সরকারের নিয়ন্ত্রণের ভেতরে থেকে যে নির্বাচন হচ্ছে, সেখানে সরকারের ইচ্ছে মতো ফলাফল (জয়-পরাজয়) নির্ধারিত হচ্ছে। এটা কোনো নির্বাচনব্যবস্থা বলা যায় না।’
অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। আমরা জাতীয় পর্যায়ের একটি রাজনৈতিক দল, দেশ শাসনের অভিজ্ঞতা আছে। দেশের সমস্ত এলাকায় আমাদের সমর্থক আছে, ভোটার আছে, আমাদের কিছু না কিছু সংগঠন আছে, নেতৃত্বও আছে। আমরা সেটাকে সংগঠিত করতে চাই। সামনের দিকে জাতীয় পার্টি একটি বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠবে।’

তত্ত্বাবধায়ক সরকারে অধীনে যদি নির্বাচন না হয়, সে ক্ষেত্রে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে জি এম কাদের বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসলে দেশের রাজনীতির কী ধরনের অবস্থা দাঁড়ায়, সারা দেশের পরিস্থিতি কী হয়, তার ওপর ভিত্তি করে আমাদের নেতা-কর্মী এবং দলীয় নীতিনির্ধারক মহলের সঙ্গে আলাপ–আলোচনা সাপেক্ষে দেশের মানুষের প্রত্যাশা পূরণে যেটা করা দরকার তখন আমরা সেটা করব। তবে এই মুহূর্তে আমরা সেই আন্দোলনের সঙ্গে জড়িত হই নাই।’
ডলার সংকট নিয়ে জাপার চেয়ারম্যান বলেন, ‘ডলার সংকটটি একটি ভয়াবহ সংকট। আমি মনে করি, এটা রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। বর্তমান সরকারের জন্য এটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। ডলার সংকটের কারণে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে। দেশে বড় ধরনের একটা রাজনৈতিক সংকট ঘনীভূত হতে পারে।’
এ সময় তাঁর সঙ্গে রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে