Ajker Patrika

‘মোখা’ মোকাবিলায় ভাসানচরের রোহিঙ্গাদের জন্য রেড ক্রিসেন্টের বিশেষ পরিকল্পনা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৩, ১৬: ১৬
‘মোখা’ মোকাবিলায় ভাসানচরের রোহিঙ্গাদের জন্য রেড ক্রিসেন্টের বিশেষ পরিকল্পনা

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে অবস্থানরত ৩০ হাজার রোহিঙ্গাকে নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ জন্য নোয়াখালীতে সংস্থাটির পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে।

আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। তিনি জানান, অতীতে যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা মানুষের পাশে ছিল। আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় স্বেচ্ছাসেবীরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এবারের ঘূর্ণিঝড়ে নোয়াখালী অঞ্চলের বড় চ্যালেঞ্জ ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা দেওয়া। আমরা সে লক্ষ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নিয়েছি। জরুরি পরিস্থিতিতে ভাসানচরের ২০ হাজার রোহিঙ্গাকে দ্রুত অন্যত্র সরিয়ে রাখার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য তাঁবুসহ অন্য সরঞ্জামাদি প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অফিসের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ৩ নম্বর সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবীরা কাজে নেমে পড়বেন।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের উপপরিচালক নুরুল করিম, যুব প্রধান সানুচিং মারমা বীথি, আরাফাত রহমান তামিম প্রমুখ।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী করণীয় সম্পর্কে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগের বিষয়ে প্রস্তুতি সভা করা হয়। সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত