বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টায় সান্তাহার রেলওয়ে থানাধীন পাঁচবিবি রেলস্টেশনের বাগজানা এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক পুরুষ। সকাল ৯টা ২০ মিনিটে জয়পুরহাট রেলস্টেশনের তেঘর এলাকায় একই ট্রেনে কাটা পড়ে দুর্গা (৭৬) নামের এক নারীর মৃত্যু হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে ট্রেনে কাটা নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহত নারী দুর্গা জয়পুরহাট জেলার চিত্রাপাড়ার শিবকুণ্ডর স্ত্রী।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহীর একটি দলকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে