সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

ফিলিপাইনে ফেরিতে আগুন, ১০ জনের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:৫০

ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ছবি: টুইটার ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী। এ ছাড়া উদ্ধার করা হয় ২৩০ জনকে। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাওয়ের কোস্ট গার্ডের প্রধান কমোডর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপনিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ৪৩০ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।

কোস্ট গার্ড বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, ‘এমভি লেডি মেরি জয় ৩’ জাহাজটির আগুন নেভাতে পানি স্প্রে করা হচ্ছে এবং যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে কোস্ট গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ফিলিপাইনে সাড়ে ৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ফেরি ব্যবহার করা হয়। তবে অনেক পুরোনো ফেরির ব্যবহার রয়েছে দেশটিতে। মেয়াদোত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলোও নিয়মিত চলাচল করে। ফলে নৌপথে পরিবহন নিরাপত্তার ক্ষেত্রে ফিলিপাইন বেশ ঝুঁকিপূর্ণ।

এর আগে গত মে মাসে দেশটিতে ১৩৪ জনকে বহনকারী একটি হাইস্পিড ফেরিতে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    লাইভে এসে কয়েক বোতল মদ পান করে চীনা তরুণের মৃত্যু

    বিলাসবহুল গাড়িতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ১০ ছাত্র, ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ৭ 

    দেশ ছাড়তে চান শিক্ষিত পাকিস্তানিদের অনেকে

    ক্ষুধা নিয়ে ঘুমাতে যায় বিশ্বের ১০% মানুষ

    পাকিস্তানে তুষারধসে চার বছরের শিশুসহ নিহত ১১ 

    পাকিস্তানের জাতীয় কবি ইকবালকে পাঠ্যবই থেকে বাদ দিল ভারত

    বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে, স্থানীয় বাজারেও সমন্বয়ের সময় এসেছে: নসরুল হামিদ

    স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

    নতুন শিক্ষাক্রমে প্রথম এসএসসি পরীক্ষা ২০২৬ সালে 

    ৩ দিন অসুস্থ থাকার পর চিকিৎসা পেয়ে বনে ফিরল বন্য হাতি

    গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫