শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

পুলিশের ‘মাসিক স্লিপে’ চলে তিন চাকার যান  

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১২:৪৩

যশোর-বেনাপোল মহাসড়কে চলছে নিষিদ্ধ যান থ্রি-হুইলার। সম্প্রতি ঝিকরগাছার গদখালীতে। ছবি: আজকের পত্রিকা আদালতের রায়ের তোয়াক্কা না করে যশোর-বেনাপোল মহাসড়কে অবাধে চলাচল করছে তিন চাকার অবৈধ যান (থ্রি-হুইলার)। অভিযোগ উঠেছে, হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়ে চলছে এসব যান।

গত শুক্রবার খোঁজ নিয়ে দেখা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কে যশোরের ঝিকরগাছা-লাউজানী, নাভারণ সাতক্ষীরা মোড়-ঝিকরগাছা, নাভারণ (কাঁচাবাজার)-গদখালী, গদখালী-ঝিকরগাছা ও বেনেয়ালী-ঝিকরগাছা স্ট্যান্ড থেকে প্রায় ৫০০টি অবৈধ তিন চাকার যান চলাচল করে।

জানা গেছে, অবৈধ এসব যান চলাচলে নাভারণ হাইওয়ে পুলিশ থ্রি-হুইলারপ্রতি মাসে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। আলমসাধু, নছিমন, করিমন ও ভটভটিচালককেও এককালীন দুই হাজারের বেশি টাকা গুনতে হচ্ছে।

দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টেছে চাঁদাবাজির ধরনও। একসময় যানবাহনের সামনের গ্লাসে স্টিকার মেরে চলতো চাঁদাবাজি। বর্তমানে বিভিন্ন ছদ্মনাম (মামা-ভাগনে জুয়েলার্স) ব্যবহৃত টোকেনের উল্টা পাশে এক মাসের দিন-তারিখ ও স্বাক্ষর দিয়ে এসব চাঁদা ওঠানো হয়। মাস পরিবর্তের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় এসব ছদ্মনামও। আবার এককালীন টাকা দেওয়া ব্যক্তির ফোন কল নিশ্চিত করলেই তাঁর আন্ডারে থাকা যান ছেড়ে দিচ্ছে পুলিশ৷

ইজিবাইকচালক পবন কুমার বলেন, ‘পুলিশকে টোকেনের জন্য প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা দিতে হয়। তবে টোকেন না দিলেও পুলিশের খাতায় আমাদের নাম আছে বিধায় ইজিবাইক আটক করে না।’

আবুল খায়ের নামে অপর এক ইজিবাইক চালক বলেন, ‘যশোর চাঁচড়া থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক থেকে ইজিবাইক আটক করবে না শর্তে জলিল, মানিক ও মহাসিনের মাধ্যমে আমরা পুলিশকে প্রতি মাসে ১ হাজার করে টাকা দিচ্ছি। প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে টাকা পরিশোধ করতে হয়।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইজিবাইকচালক জানান, তাঁরা ৯০০ করে টাকা দিয়ে টোকেন নিচ্ছেন। টোকেনে ৩০ দিন মেয়াদ থাকে। অভিযোগ প্রসঙ্গে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল মামুন বলেন, নাভারণ হাইওয়ে পুলিশের টোকেন দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। স্থানীয়দের সুপারিশে হয়তো কিছু থ্রি-হুইলারকে ছাড় দেওয়া হয়, তবে মামলা চলমান আছে।

যশোর হাইওয়ে সার্কেলের (মাদারীপুর রিজিওন) সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কোনো সুযোগ নেই।চাঁদাবাজির বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    খুলনা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে ভাবনায় প্রার্থীরা

    সুষ্ঠু ভোটে সংশয় আ.লীগ প্রার্থী ছাড়া অন্যদের

    সুব্রত, জিসানসহ ২১ জনের তথ্য চেয়েছে ইন্টারপোল

    মায়ের জন্য এক টুকরো জমি কিনতে চান প্রতিবন্ধী সালাম

    ঝিনাইদহে শরিফা ফলের বাণিজ্যিক চাষ

    বেপরোয়া সাগরে ২০ গ্রামের মানুষ অতিষ্ঠ

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনায় বসতে চায় জামায়াত

    টুইটারের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম আনছেন জাকারবার্গ

    ফরিদপুরে কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার ২

    শরীয়তপুরে রিকশা চালককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা, আটক ৩

    বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

    বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে পাসপোর্ট, ৩ জনের হজ অনিশ্চিত