শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

রমজানজুড়ে রান্না শেখাবেন সাফা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১০:৩৩

সাফা কবির। ছবি: সংগৃহীত রমজান উপলক্ষে স্বাস্থ্যকর খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। রমজান মাসজুড়েই তিনি ভিন্ন ভিন্ন আইটেম রান্না করে দেখাবেন। তবে কোনো টিভি চ্যানেলে নয়, এ কাজটি তিনি করছেন তাঁর ফেসবুক পেজে। রমজানের প্রথম দিন সাফা কবির ডিমের সালাদ তৈরি করে দেখিয়েছেন। রান্নার ভিডিওটি সাফার ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

নতুন এ উদ্যোগ নিয়ে সাফা কবির বলেন, ‘রমজানের সময় ইফতারির বিষয়টি আমার খুব ভালো লাগে। সারা দিন রোজা রাখার পর সবাই একসঙ্গে ইফতার করতে বসে। যখন আমি বাসায় থাকি তখন চেষ্টা করি ইফতারের টেবিলে আমার একটি রেসিপি রাখার। সে রেসিপিগুলো সবার মাঝে শেয়ার করার জন্যই এমন উদ্যোগ।’

বর্তমানে ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন সাফা কবির। তিনি বলেন, ‘বিশেষ দিবসগুলো ঘিরে সব সময়ই ব্যস্ততা একটু বেশি যায়। এর মধ্যে ঈদের জন্য বেশ কিছু নাটকের কাজ করেছি। হাতে এখনো কিছু সময় আছে, এর মধ্যে আরও কিছু কাজ করা হবে।’ এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে সাফা কবিরের ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’। এটি পরিচালনা করেছেন সামিউর রহমান।

সম্প্রতি শোবিজে ১০ বছর পূর্ণ করেছেন সাফা কবির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো প্রতিযোগিতা থেকে আসিনি। একটু একটু করে এগিয়েছি। অনেক কষ্ট ও ধৈর্য ধরতে হয়েছে। এই ১০ বছরে আমি অনেক কিছুই শিখেছি, ক্যারিয়ারের উত্থান-পতন দেখেছি, সঙ্গে জীবনেরও অনেক পরিবর্তন দেখেছি। আজ থেকে ১০ বছর আগে সাফা কবির নামটাই কেউ জানত না। সেখান থেকে আজকে কিছু মানুষ হলেও আমার নামটা জানে, আমাকে চিনতে পারে। আমাকে সম্মান দেয়, ভালোবাসে। এটাই তো অনেক।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ৫২ কোটি খরচ হলেও সংকেত নেই বাতির

    সচিবালয়ে এক ভবনেই ২৪০০ টন এসি

    সিটি নির্বাচনে বিএনপির হার্ডলাইন কিসের ইঙ্গিত

    ব্যাগেজ বিধিমালা: সোনার বার এনে মাশুল হাজারো প্রবাসীর

    বাজেটে মানব মর্যাদার বিষয়টি উপেক্ষিত

    উন্মুক্ত বিদ্যা আবশ্যক

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী