Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

আর কোনো দিন সার্টিফিকেটের দরকার হবে না, নিহত মিমির বোন

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০:৪৬

সড়ক দুর্ঘটনায় নিহত আফসানা মিমির বোন রুকাইয়া রুপা। ছবি: আজকের পত্রিকা   সার্টিফিকেট তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী আফসানা মিমি। তাঁর মরদেহ নিতে এসেছিলেন ছোট বোন রুকাইয়া রুপা। তিনি বলেন, ‘এখন এই সার্টিফিকেট দিয়ে আর কী হবে। আর আমার আপু কোনো দিন ফিরে আসবে না। আর কোনো দিন সার্টিফিকেটের দরকার হবে না।’ 

আজ রোববার ভোরে ময়মনসিংহের উদ্দেশে বের হন গোপালগঞ্জের মেয়ে মিমি। আনন্দ নিয়ে বের হলেও লাশ হয়ে ফিরতে হয়েছে তাঁকে। আজ সকাল সোয়া আটটায় দিকে মাদারীপুর শিবচর উপজেলার কুতুবপুরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিচে পড়ে ১৯ জন যাত্রী মারা যান। এই ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মিমি। 

রুকাইয়া রুপা বলেন, ‘আপু মারা গেছেন; তা মাকে এখনো জানানো হয়নি। কীভাবে মাকে বলব। এই শোক মা কীভাবে সইবে। এই কথা শুনলে আমার মাও তো মারা যাবেন। আমার বাবা অনেক আগে মারা গেছেন। এখন আপুও চলে গেলেন। আমি কার কাছে আমার সব কথা বলব। কেন আমাদের সাথে এমন হলো। আপু মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে পাস করেছেন। এই সার্টিফিকেট দিয়ে আর কী হবে। আর আমার আপু কোনো দিন ফিরে আসবে না। আর কোনো দিন সার্টিফিকেটের প্রয়োজন হবে না।’ 

জানা যায়, গোপালগঞ্জ সদরের মৃত আবু হেনা মোস্তফা কামালের মেয়ে আফসানা মিমি। বাবা প্রায় ১২ বছর আগে মারা যান। এর পর থেকে দুই মেয়ে নিয়ে মা কানিজ ফাতেমা অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছিলেন। বড় মেয়ে আফসানা মিমি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। আর ছোট মেয়ে রুকাইয়া রুপাও দশম শ্রেণিতে পড়াশোনা করছে। আফসানা মিমি প্রতিটি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। প্রতিটি ক্লাসেও প্রথম হয়েছেন। 

প্রসঙ্গত, আফসানা মিমি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে স্নাতক ও হর্টিকালচার বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    পুলিশকে ছুরিকাঘাত: দুজন আটক, ছুরি-পাইপ নিয়ে টিনের চালে মূল হোতা

    এসআইকে ছুরিকাঘাত: ছাদ থেকে পুলিশের ওপর ঢিল ছুড়ছে হামলাকারী

    পুরো রমজান ইফতার করাবে ডিএনসিসি, সবার জন্য উন্মুক্ত

    কড়া নিরাপত্তায় প্রস্তুত সুসজ্জিত স্মৃতিসৌধ

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

    ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস