কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণহীন বালু বোঝাই ট্রাক্টরের চাপায় মেরাজ হোসেন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুরে ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেরাজ হোসেন ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি এলাকার হাফিজুর রহমানের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। তিনি বলেন, ‘ট্রাক্টরের চালক পলাতক রয়েছেন। ট্রাক্টরটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ীর সোনাইকাজী আছিয়ার বাজার এলাকার বালু ব্যবসায়ী স্বপন মিয়ার ট্রাক্টর ধরলা নদীর চর থেকে বালু বোঝাই করে ফুলবাড়ী সদরের দিকে আসছিল। ট্রাক্টরটি ব্র্যাকমোড় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেরাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের এবং লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে