Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ইমরানের বাড়িতে অভিযানের নেপথ্যে মরিয়ম নওয়াজ: পিটিআই

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫:৩৮

পিটিআইয়ের অভিযোগ, ইমরান খানের বাড়িতে অভিযানের নেপথ্যে মরিয়ম নওয়াজ। ছবি: এএফপি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে অভিযানের নেপথ্যে রয়েছেন মরিয়ম নওয়াজ। এমন অভিযোগ করা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে। 

দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, জামান পার্কে দলের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে অভিযানকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। আর এই হামলা এবং ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা তাঁকে দমানোর জন্য ‘লন্ডন পরিকল্পনার অংশ’ বলছে দলটি। 

দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করানোর চেষ্টা এবং তাঁর বাড়িতে অভিযান পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান সমন্বয়কারী মরিয়ম নওয়াজের পরিকল্পনার অংশ ছিল। 

এদিকে এক ভিডিও বার্তায় ইমরান খানের বোন উজমা খানুম দাবি করেন, পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অভিযান পরিচালনা করেছে। পুলিশ সদস্যরা নারীদের হয়রানি এবং বাড়ির কাজের লোকদের নির্যাতন করেছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সদস্যরা বাড়িতে প্রবেশ করে নিরস্ত্র লোকদের নির্মমভাবে মারধর করে। তাঁর স্বামী ও কয়েকজন কাজের লোককে পুলিশ তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন উজমা। 

পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহি অভিযানের পর জামান পার্ক পরিদর্শন করেন এবং এই পদক্ষেপকে ‘বর্বরতা ও সহিংসতা’ বলে অভিহিত করেন। 

 শনিবার সকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে ঢুকে ভাঙচুর করে পুলিশ। ছবি: এএফপি মরিয়ম শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে পারভেজ এলাহি বলেন, পুলিশ ইমরানের বাড়ির নারীদেরও অসম্মান করেছে। কর্মী ও কাজের লোকদের ওপর বোমা ও রাবার বুলেট ছোড়ার নিন্দা জানান তিনি। 

শনিবার সকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের জামান পার্কে বাড়িতে ঢুকে পুলিশ ভাঙচুর করে এবং পিটিআইয়ের ২০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। ইমরান খান ইসলামাবাদের আদালতে তোশাখানা মামলার শুনানিতে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। অভিযানের আগে পুলিশ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু পিটিআই সমর্থকেরা ১৪৪ ধারা উপেক্ষা করে লাহোরে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হন। তাঁরা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দেন। তখন পুলিশের সঙ্গে পিটিআই নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

    রাশিয়ার মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপনে সৌদি-সিরিয়া আলোচনা

    সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১১ জন নিহত

    ব্রাজিলে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ১৩ 

    ইউক্রেন যুদ্ধ দীর্ঘ করতে না চাইলে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিন, ইউরোপকে জেলেনস্কি

    বাখমুতে শিগগিরই বড় ধরনের পাল্টা আক্রমণে যাবে ইউক্রেন

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

    ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত