Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

জম্মুতে লেখা প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ গঠন

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৮:৪০

ওয়েব ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও পরিচালক পীরজাদা ফাহাদ শাহ। ছবি: সংগৃহীত জম্মুতে প্রথম কোনো স্থানীয় আদালত ‘রাষ্ট্রদ্রোহী’ নিবন্ধ প্রকাশ করার জন্য এক সাংবাদিক ও এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। গ্রেপ্তারকৃত সাংবাদিক পীরজাদা ফাহাদ শাহ এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল আলা ফাজিলির বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করেছে রাজ্য তদন্ত সংস্থা (এসআইএ)। যা শেষ পর্যন্ত অভিযোগ গঠনের পর্যায়ে এসেছে।

জম্মু-কাশ্মীর রাজ্যর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেন, এনআইএ আইনের অধীনে মনোনীত বিশেষ বিচারক অশ্বনী কুমার গত বৃহস্পতিবার শাহ ও ফাজিলির বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেছেন।

এর আগে ‘দ্য কাশ্মীর ওয়ালা’ ওয়েব ম্যাগাজিনে ফাজিলির ‘দ্য শেকল অব স্লেভারি উইল ব্রেক’ শিরোনামের একটি নিবন্ধ প্রকাশ করা হয়। এই ওয়েব ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও পরিচালক ছিলেন ফাহাদ শাহ। ওই নিবন্ধের অনুলিপিসহ গত বছরের ৪ এপ্রিল সিআইজে পুলিশ স্টেশন (এসআইএ-জম্মু) দুজনেদের বিরুদ্ধে এ মামলা করেছিল।

জম্মু-কাশ্মীর রাজ্যর ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই দুজন পাকিস্তানের সমর্থনে অনলাইন প্ল্যাটফর্মে ভারত বিরোধী আখ্যান ছড়াচ্ছিল। তাঁরা গোপনে ও ছদ্মবেশে সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী মতবাদ পুনরুজ্জীবিত করছিল। বিভিন্ন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে অর্থ সহায়তাও নিচ্ছিল।’

শুনানির পর আদালত এসআইএয়ের তদন্তে অভিযোগের প্রমাণ পেয়েছে বলে জানায় এবং ফাজিলি ও শাহের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

ফাজিলির বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) ১৩ নম্বর ধারা (বেআইনি কার্যকলাপ), ১৮ নম্বর ধারা (ষড়যন্ত্র, সমর্থন, উসকানি দেওয়া, উসকানি দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করা বা কোনো সন্ত্রাসী কাজ করার প্রস্তুতি) এবং ১২১ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে। ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করা, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১৫৩ বি (অভিযোগ, জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর অভিযোগ) এবং ২০১ (অপরাধের প্রমাণ হারিয়ে ফেলা)।

শাহের বিরুদ্ধে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন আইনের ইউএপিএর ১৩ এবং ১৮ ধারা, আইপিসির ধারা ১২১,১৫৩ বি, ধারা ৩৫ (এফসিআরএর বিধান লঙ্ঘন করে বিদেশি অবদান গ্রহণ করা, বা এতে যেকোনো আদেশ বা নিয়ম) এবং ৩৯ (কোনো কোম্পানির দ্বারা এফসিআরএ লঙ্ঘনের সমতুল্য) এর অধীনে অভিযুক্ত করা হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে সীমান্তের ওপারে বিচ্ছিন্নতাবাদী এবং কিছু স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গেও তাঁদের যোগাযোগ ছিল। তাঁরা প্রকাশনার মাধ্যমে জম্মু ও কাশ্মীরের যুবকদের মৌলবাদী, বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী সংগঠনে যোগদানের জন্য প্রলুব্ধ ও প্ররোচিত করছিল।

তিনি আরও বলেন, এসআইএ প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়ার পর গত বছরের ১৩ অক্টোবর বিশেষ জজ আদালতে এ মামলার চার্জশিট দাখিল করে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

    অভিযুক্তের ২৪ ঘণ্টায় ট্রাম্পের নির্বাচনী তহবিলে জমা পড়ল ৪০ লাখ ডলার

    রাষ্ট্রদ্রোহ আইন অসাংবিধানিক, পাকিস্তানের উচ্চ আদালতের রায়

    ভারতে মন্দিরের কূপের ছাদ ধসে ৩৫ জনের মৃত্যু

    অভিযুক্ত হওয়ার পর যা বললেন ট্রাম্প ও তাঁর সমর্থকেরা

    যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ট্রাম্প 

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ