Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

কোহলি হতে চান রাম চরণ

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৫:৫২

বিরাট কোহলি ও  রাম চরণ। ছবি: সংগৃহীত খেলাধুলার সঙ্গে সম্পর্কিত যেকোনো সিনেমায় অভিনয় করতে চান দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির চরিত্রে অভিনয় করতে আগ্রহী তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। 

ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারটিতে রাম চরণকে জিজ্ঞেস করা হয়, এমন কোনো চরিত্র আছে, যাতে অভিনয় করতে চান তিনি। অভিনেতা বলেন, ‘খেলাধুলার সঙ্গে সম্পর্কিত যে কোনো চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু এ রকম কোনো ছবির প্রস্তাব আমি পাইনি।’ এরপর তাঁকে বিরাট কোহলির বায়োপিক করার পরামর্শ দেওয়া হলে অভিনেতা বলেন, ‘দারুণ! তিনি আমাদের অনুপ্রেরণা। সুযোগ পেলে এই চরিত্রে কাজ করতে চাই। কারণ, আমরা অনেকটা একই রকম দেখতে।’ 

সাক্ষাৎকারে রাম চরণ আরও জানিয়েছেন, তাঁর প্রিয় বলিউড তারকা সালমান খান। তিনি সেখানে জানিয়েছেন সালমানের সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার স্মৃতি। সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। 

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খেলার মাঠে ‘নাটু নাটু’ গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন। তাঁর এই নাচের ভিডিওটি সবাই দারুণ পছন্দ করছেন। 

উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    ১২০০ ছিন্নমূল মানুষের সঙ্গে আফরান নিশোর ইফতার

    বলিউডকে নিয়ে প্রিয়াঙ্কার বিষোদ্‌গার কি আলোচনায় থাকার কৌশল

    শাহরুখ পরিবারের সঙ্গে সালমানের ছবি ভাইরাল

    মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

    বেঙ্গালুরুতে পুরস্কৃত ‘নকশীকাঁথার জমিন’

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ