Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

এই মুহূর্তে আর সংবিধান পরিবর্তন সম্ভব নয়: কাদের

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২০:২৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি আওয়ামী লীগ নয়, বিএনপিই সংবিধানকে কাটাছেঁড়া করে ক্ষতবিক্ষত করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারাই (বিএনপি) সংবিধানের ওপর আঘাত এনেছে, সংবিধানকে কলঙ্কিত করেছে। আমরা বাংলাদেশের পবিত্র সংবিধানকে অক্ষত রেখে সংবিধানের আলোকে আগামী নির্বাচন করতে চাই।’ 

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এই সংবিধান এই মুহূর্তে আর পরিবর্তন করা সম্ভব নয়। কাজেই শাসনতন্ত্রে যেভাবে বলা আছে, ঠিক সেভাবেই ভোট হবে।’ 

আজ শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

সম্প্রতি বিএনপির এক কর্মসূচিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংবিধান ও রাষ্ট্র ধ্বংসের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে।’ এর প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকার অতীতে সংবিধানকে কাটাছেঁড়া করেছে, কলমের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে।’ 

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপির দাবি নাকচ করে তিনি বলেন, ‘সংবিধানের আলোকেই আগামী নির্বাচন হবে। … যা আছে আমরা তা নিয়ে নির্বাচন করতে চাই। সংবিধানের কোনো সংশোধন কোনো পরিবর্তন কিছুতেই সম্ভব নয়।’ 

বাংলাদেশের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদীদের বিষবৃক্ষকে সম্পূর্ণভাবে আমরা উপড়ে দেব।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রমজানেও কর্মসূচি চলমান রাখবে বিএনপি 

    বাক্‌স্বাধীনতা ভোগ করে বিএনপি মনগড়া অপপ্রচার করছে: কাদের

    বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে ইসির চিঠি

    বিএনপির প্রচেষ্টা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না: শাজাহান খান

    নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের কারণ জানতে চেয়ে ডিএমপিতে বিএনপি

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত 

    পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    মাহিরা খানের শাহরুখপ্রীতি, চটেছেন পাকিস্তানি সিনেটর