সাতক্ষীরায় জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাই মিন্টু হোসেনের ‘মারধরে’ বড়ভাই শাহরুখ হোসেন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ব্যাংদহা বাজারে এই ঘটনা ঘটে। শাহরুখ হোসেন (৫৫) আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরার ধনাঢ্য ব্যবসায়ী রশিদ আহমেদের ভাই।স্থানীয় ইউপি সদস্য আবু সালেক জানান, ছোট ভাই মিন্টুর সঙ্গে বড়ভাই ঘের ব্যবসায়ী শাহরুখ হোসেনের জমিজমা ও টাকা লেনদেন নিয়ে বেশ
কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় ব্যংদহা বাজারে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মিন্টু তার ভাইকে লাঠি দিয়ে পেটায়। এতে শাহরুখ আহত হন। পরে স্থানীয় ব্যবসায়ীরা শাহরুখকে সঙ্গে নিয়ে মিন্টু হোসেনকে ধরতে যায়। পথিমধ্যে ব্যাংদহা বাজারের ব্রিজ এলাকায় শাহরুখ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে