Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

শহীদ ১৩ সাংবাদিকের নামে সড়ক হচ্ছে ঢাকায়

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯:৩৯

নগর ভবনের বুড়িগঙ্গা হলে মেয়র তাপসের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা  মুক্তিযুদ্ধে শহীদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের ১৩ জন সদস্যের নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

আজ বুধবার বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে মেয়র তাপসের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সঙ্গে মতবিনিময়কাল তিনি এ কথা বলেন। 

এ সময় লিখিত দাবি সংবলিত স্মারকলিপি পাঠ করেন ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন। স্মারকলিপিতে স্বাধীনতাযুদ্ধে সাংবাদিকদের অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের ১৩ জন সদস্যের নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩টি সড়কের নামকরণ করা এবং সাংবাদিকদের কল্যাণে আরও কয়েকটি বিষয় উপস্থাপন করা হয়। 

জবাবে মেয়র তাপস বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের নামে সড়কের নামকরণের মাধ্যমে তাঁদের আমরা এটুকু সম্মান দেখাতেই পারি। ওনারা এটুকু সম্মান পাওয়ার দাবিদার। এত দিন নামকরণ হয়নি, সেটাই দুঃখজনক। যেহেতু সড়কের নামকরণে একটি প্রক্রিয়া রয়েছে, তাই এ প্রক্রিয়ায় করপোরেশনের অংশটুকু আমরা দ্রুতই শেষ করতে পারব। আশা করি, করপোরেশনের বাইরে সড়ক নামকরণে সম্পৃক্ত বাকি অংশীজনদের সহযোগিতায় প্রক্রিয়াটি দ্রুত শেষ করা যাবে।’ 

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন—ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য ইব্রাহিম খলিল খোকন, দুলাল খান, সলিমুল্লাহ সেলিম, আসাদুর রহমান, মহিউদ্দিন পলাশ, সফিকুল করিম সাবু, সফিক বাশারসহ অন্যরা। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    সিঙ্গাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ

    অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে না মেলানোর অনুরোধ তথ্যমন্ত্রীর

    প্রতিশোধ নিতে সাবেক স্ত্রীকে হত্যা, রহস্য উন্মোচনের দাবি পিবিআই

    গাড়ি চাপা দিয়ে পালাতে গিয়ে আরও দুই দুর্ঘটনা, চালক কারাগারে

    দক্ষিণখানে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ