Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কুড়িগ্রামে সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২১:০৭

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নার্সদের কর্মবিরতি। ছবি: সংগৃহীত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নার্সরা কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেছেন। সেবা বন্ধ রেখে আজ বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। এ সময় সাময়িক দুর্ভোগে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা।

কর্মবিরতিতে অংশ নেওয়া নার্সদের দাবি, হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া পরিচ্ছন্নতাকর্মী রিপন দীর্ঘদিন ধরে নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। তারপরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। রিপন ও তাঁর সঙ্গের কয়েকজন গতকাল মঙ্গলবার রাতে শিশু বিভাগে নার্সদের গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এই অবস্থায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে বাধ্য হয়ে কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানাচ্ছেন। আন্দোলনকারীরা পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেন।

কর্মবিরতিতে নেতৃত্ব দেওয়া শিশু ওয়ার্ডের ইনচার্জ কাকলী বেগম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ক্লিনার রিপন এসে নার্সদের অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। পরে ভুক্তভোগী নার্সরা পরিবারের লোকজনকে ডেকে এনে বাড়িতে ফেরেন। বর্তমানে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।’

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নার্সদের কর্মবিরতি। ছবি: সংগৃহীত নার্সদের সুপারভাইজার শোভা বিশ্বাস ও জুলেখা আজকের পত্রিকাকে বলেন, ‘রিপন আগেও নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটিয়েছেন। তাঁরা এর সুষ্ঠু বিচার চান।’

তবে পরিচ্ছন্নতাকর্মী রিপন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মঙ্গলবার রাতে আমার পরিচিত এক ভাইয়ের ৬ মাসের বাচ্চাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু দায়িত্বরত নার্সরা ১৬ টাকার সরকারি একটি ইনজেকশনের সাপ্লাই নাই বলে ৫০০ টাকা নিয়ে বলেন যে তাঁরা বাইরে থেকে এনে দিয়েছেন। আমি এর প্রতিবাদ করলে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন।’

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহীনুর রহমান সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘তত্ত্বাবধায়কের আশ্বাসে নার্সরা কাজে ফিরেছেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তাঁরা অভিযোগ দিলে কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    পাতা শুকানো নিয়ে ঝগড়া, ইফতারের পর সংঘর্ষে আহত ২০

    আমেরিকার নিজের বেলায় এক নীতি অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    ইফতারের ৫ সুন্নত

    লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী