Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

এখনো রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্রের বাজার ভারত

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:২৮

 রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্রের বাজার ভারত। ছবি: টুইটার এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্রের বাজার ভারত। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে অস্ত্র আমদানি ৬২ শতাংশ থেকে নেমে ৪৫ শতাংশ হয়েছে। এরপরও রাশিয়া থেকে এখনো সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ হয় ভারতে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে বলে খবর বিবিসির। 

ভারতে অস্ত্রের জোগানদাতা হিসেবে রাশিয়ার পরেই ফ্রান্সের অবস্থান। দেশটির ২৯ শতাংশ অস্ত্রের সরবরাহ করে ফ্রান্স। আর যুক্তরাষ্ট্র থেকে আসে মাত্র ১১ শতাংশ অস্ত্র। 

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ভারত এখনো বিশ্বে অস্ত্র বাজারের সবচেয়ে বড় ক্রেতা। যদিও দেশটির অস্ত্রের আমদানি ১১ শতাংশ হ্রাস পেয়েছে। দিল্লি বর্তমানে বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনতে এবং সেই সঙ্গে দেশীয় উৎপাদনও বাড়াতে চাইছে বলেই মস্কো থেকে আমদানি কমিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

ভারতের অস্ত্রের আমদানি ১১ শতাংশ হ্রাস পেয়েছে। ছবি: টুইটার সিপরির ওই প্রতিবেদনে আরও বলা হয়, অস্ত্র সরবরাহ নিয়ে অন্যান্য দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে ভারতে রাশিয়ার অস্ত্র সরবরাহে চাপ পড়েছে। এ ছাড়া ভারত দেশীয় অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অস্ত্র রপ্তানির সক্ষমতা কমে যাওয়া এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে। 

রাশিয়ার অস্ত্র সরবরাহ কমে যাওয়ায় বিপরীতে ফ্রান্সের অস্ত্র সরবরাহ বেড়েছে

২০১৩ থেকে ২০১৭ এবং ২০১৮ থেকে ২০২২ এই সময়ে ভারতে ফ্রান্সের অস্ত্র সরবরাহ ৪৮৯ শতাংশ বেড়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। 

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে তিন নম্বরে রয়েছে ফ্রান্স। চীন এবং জার্মানির অবস্থান ফ্রান্সের পরে। 

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে চাপে ফেলতে নানা ব্যবস্থা গ্রহণ করলেও এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থানে ভারত। এমনকি ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ার নিন্দা জানাতে এখন পর্যন্ত জাতিসংঘে যতগুলো প্রস্তাব উত্থাপন করা হয়েছে তার সবগুলোতেই ভোটদান থেকে বিরত থেকেছে ভারত।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইউক্রেন যুদ্ধ দীর্ঘ করতে না চাইলে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিন, ইউরোপকে জেলেনস্কি

    বাখমুতে শিগগিরই বড় ধরনের পাল্টা আক্রমণে যাবে ইউক্রেন

    রাহুল গান্ধীর কারাদণ্ড নিয়ে বিরোধীদের বৈঠক আজ

    অস্ত্র কেনায় শীর্ষ ১০ দেশ, শীর্ষ রপ্তানিকারক যারা

    ‘ভয় দেখিয়ে আমার ভাইয়ের কণ্ঠ রোধের চেষ্টা হচ্ছে’

    মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

    সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন

    মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

    সিলেট সিটি নির্বাচন: সরব আ.লীগে বিভক্তি, নিষ্ক্রিয় বিএনপি

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো