মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে বার্গার ও বাসি মাংসের কাবাব তৈরি করার অভিযোগে বগুড়া শহরের জামন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সিলগালা দেওয়া হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় রেস্তোরাঁটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে ওই রেস্তোরাঁয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, বগুড়া শহরের সুবিল ব্রিজ সংলগ্ন জামন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে বাসি মাংসের কাবাব ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে বার্গার তৈরিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।
ইফতেখারুল বলেন, ‘এর আগে ওই রেস্তোরাঁয় ২০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। কিন্তু কর্তৃপক্ষ সংশোধন না হওয়ায় এবার সিলগালা দিয়ে এটি বন্ধ করা হয়েছে এবং আবারও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য বগুড়ার কর্মকর্তা মো. রাসেল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে