Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ইমরান খান গ্রেপ্তার হতে পারেন আজ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২:৪৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে আজ গ্রেপ্তার করা হতে পারে। একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইমরান খানকে গ্রেপ্তার করতে তাঁর জামান পার্কের বাড়িতে যেতে পারে ইসলামাবাদ পুলিশ।

এর আগে একজন নারী বিচারককে হুমকি দেওয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের দায়রা আদালত।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ আগস্ট এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান বিচার বিভাগিয় ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেন। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

গতকাল ওই মামলার তিন পৃষ্ঠার রায় প্রকাশ করেন সিভিল জজ রানা মুজাহিদ রহিম। একই সঙ্গে তিনি ‘হাজিরায় বারবার অনুপস্থিত’ থাকার কারণ দেখিয়ে ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জিও নিউজ আরও জানিয়েছে, শুনানিতে অংশ নেওয়ার জন্য বিচারকের সামনে শারীরিরকভাবে উপস্থিত হওয়া থেকে অব্যাহতির অবেদন করেছিলেন ইমরান খান। একই সঙ্গে তিনি ভিডিও লিংকের মাধ্যমে আদালতের কার্যক্রমে যোগদানের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত তাঁর আবেদন নাকচ করেছেন।

পাকিস্তানে ক্ষমতাসীন শাহবাজ সরকার ইমরান খানকে কারারুদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। এর আগে ইমরান খানকে গ্রেপ্তার করতে হেলিকপ্টারে করে লাহোরে গিয়েছিল ইসলামাবাদ পুলিশ। কিন্তু সেবার পুলিশ পিটিআই চেয়ারম্যানকে বাড়িতে না পেয়ে খালি হাতে ফিরে যায়।

দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার অভিযানে যাওয়ার আগে পুলিশ তাই বাড়তি সতর্কতা নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জিও নিউজকে বলেছে, ইসলামাবাদ পুলিশ ও লাহোর পুলিশের কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইসলামাবাদ পুলিশ যাতে কোনো বাধা ছাড়াই ইমরান খানের জামান পার্কের বাড়িতে প্রবেশ করতে পারে, সে ব্যাপারে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে লাহোর পুলিশ।

ইসলামাবাদ পুলিশ জামান পার্কে যাওয়ার আগে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ তোশাখানা মামলায় ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরে তাঁর জামান পার্কের বাড়িতে গিয়েছিল ইসলামাবাদ পুলিশ। তখন পুলিশকে বলা হয়, ইমরান বাড়িতে নেই। ফলে তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।

গতকাল তোশাখানা মামলায়ও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এরপর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। আগামী রোববার তিনি লাহোরে আবারও সমাবেশ করার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মোদিকে নিয়ে ৪ বছর আগের টুইট ভাইরাল, বিপাকে কংগ্রেসত্যাগী বিজেপি নেত্রী

    ইন্টারনেট আর্কাইভকে কপিরাইট আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করল মার্কিন আদালত

    আমি খুশি, আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না: ট্রুডো

    রাহুল গান্ধীর কারাদণ্ড: বিরোধীদের ‘সিস্টেম্যাটিক’ ঐক্য চায় কংগ্রেস

    রাশিয়ার মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপনে সৌদি-সিরিয়া আলোচনা

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    রমজানে সৌদি আরবে অমুসলিমেরাও যে কারণে রোজা রাখেন

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    দুর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ 

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    ছবিতে বিভিন্ন দেশে কয়েকজন নবীর সমাধি

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে