উখিয়া ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আবারও এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মোহাম্মদ সলিম (২৮)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের রফিক উদ্দিনের ছেলে ও একই ব্লকের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত আছেন।
জানা যায়, ঘটনার পর স্থানীয় লোকজন সলিমকে উদ্ধার করে কুতুপালংয়ে দাতব্য সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল গুপ্ত হামলা চালিয়ে সাব মাঝি সলিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গুলিবিদ্ধ সলিমের স্ত্রী জানান, ‘আমার স্বামী রাতের পাহারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুজন লোক এসে তাকে ডাকাডাকি করে। পরে সে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুলির শব্দ শুনি।’
সলিমের প্রতিবেশী আব্দুর রহিম বলেন, ‘গুলি শব্দ শুনে আমরা বের হয়ে সলিমকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। গুলি করা লোক গুলো পালিয়ে যায়। তারা ৫-৬ জন ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিনে দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮-ডব্লিউ তে দুই রোহিঙ্গা শিশু দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আবারও এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মোহাম্মদ সলিম (২৮)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের রফিক উদ্দিনের ছেলে ও একই ব্লকের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত আছেন।
জানা যায়, ঘটনার পর স্থানীয় লোকজন সলিমকে উদ্ধার করে কুতুপালংয়ে দাতব্য সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল গুপ্ত হামলা চালিয়ে সাব মাঝি সলিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গুলিবিদ্ধ সলিমের স্ত্রী জানান, ‘আমার স্বামী রাতের পাহারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুজন লোক এসে তাকে ডাকাডাকি করে। পরে সে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুলির শব্দ শুনি।’
সলিমের প্রতিবেশী আব্দুর রহিম বলেন, ‘গুলি শব্দ শুনে আমরা বের হয়ে সলিমকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। গুলি করা লোক গুলো পালিয়ে যায়। তারা ৫-৬ জন ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিনে দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮-ডব্লিউ তে দুই রোহিঙ্গা শিশু দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৯ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে