Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সিদ্ধার্থের বিয়েতে আবেগাপ্লুত করণ জোহর

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ছবি: ইনস্টাগ্রাম ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে গতকাল মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এই শেরশাহ জুটির বিয়েতে অন্যান্য অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড নির্মাতা করণ জোহর। বিয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আপ্লুত করণ জোহর তাঁদের জন্য শুভকামনা জানিয়েছেন। স্মরণ করেছেন পুরোনো দিনের কথা।
 
প্রায় ১৫ বছর আগে করণের সহকারী পরিচালক হিসেবে শোবিজে পথচলা সিদ্ধার্থের। তাই প্রিয় ছাত্রকে তাঁর চেয়ে ভালো কে চেনে। ইনস্টাগ্রাম পোস্টে করণ জোহর লেখেন, ‘আমি সিদ্ধার্থকে প্রথমবার দেখেছিলাম প্রায় ১৫ বছর আগে। শান্ত, কঠিন ও ভীষণ আবেগপ্রবণ মানুষ ও। এর বহু বছর পর আমার কিয়ারার সঙ্গে পরিচয় হয়। সে-ও একই রকমের শান্ত, কঠিন; সঙ্গে সমান পরিমাপে সংবেদনশীল। এরপর যখন ওদের পরিচয় হলো, আমি জানতাম, ওদের এই জুটি দারুণ হবে। আর সব থেকে সুন্দর একটি প্রেমের গল্প তৈরি করবে। ওদের একসঙ্গে দেখা মানে একটি রূপকথার গল্পকে চাক্ষুষ করা; যা পরিবার ও রীতি থেকে আসে।’
 
করণ আরও লেখেন, ‘ওরা যখন সাত পাকে বাঁধা পড়ে শপথ নিচ্ছিলেন, ওখানে উপস্থিত আমরা সবাই সেই এনার্জি ফিল করছিলাম। আমি গর্বিত বোধ করছিলাম এবং ওদের জন্য ভালোবাসায় মন ভরে উঠছিল। অনেক ভালোবাসা সিদ্ধার্থ। তোমাকেও ভীষণ ভালোবাসি কিয়ারা। তোমরা এভাবেই একসঙ্গে থেকো।’
 
সিদ্ধার্থ-কিয়ারার সঙ্গে করণ জোহর। ছবি: টুইটার  প্রিয় ছাত্রের বিয়ের অনেক কিছুই নিজে সামলেছেন করণ জোহর। কয়েক দিন আগেই সিদ্ধার্থ-কিয়ারার কুষ্ঠি মেলানোর জন্য হাজির হয়েছিলেন এক পুরোহিত। তাঁকে পাঠিয়েছিলেন করণ জোহরই। এর আগে আলিয়া ভাটের বিয়েতেও আবেগে কান্না করেছিলেন তিনি। প্রিয় ছাত্রদের ভালো-খারাপ যেকোনো বিষয়ে সব সময় খবর রাখেন করণ জোহর।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

    তবে কি থ্রি ইডিয়টসের সিক্যুয়েল আসছে 

    মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

    টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্য ধারণের সময় আহত অক্ষয়

    নববর্ষের আগে ক্যামেরায় অন্তরঙ্গ জয়া ও স্বস্তিকা

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    ‘বাজারে যাইতে ভয় করে’

    চোখে আঘাত পাওয়া রাবির ৩ শিক্ষার্থীর বিদেশে চিকিৎসার খরচ দেবে প্রশাসন 

    বরিশাল সিটিতে ভোটার বেড়েছে ৩৩ হাজার

    গৌরনদীতে চাঁদাবাজির সময় ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

    চালককে বেঁধে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪ 

    আখাউড়ায় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান