ষড়্ঋতুর বাংলাদেশে শীত শেষে আসছে ঋতুরাজ বসন্ত। বসন্তে বাংলার প্রকৃতিতে আসে নতুন প্রাণ, নতুন রূপ। গাছে গাছে নতুন পাতা, ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে প্রকৃতি।
নতুন রূপের ঋতুরাজকে বরণ করতে উদ্গ্রীব থাকে প্রত্যেক বাঙালি। দিনটি আরও প্রাণবন্ত ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য অঞ্জন’স প্রতিবছর পোশাকের বিশেষ আয়োজন করে থাকে। হলুদ, বাসন্তী, সবুজ, লাল, কমলাসহ বিভিন্ন রঙে সাজানো হয়েছে এবারের বসন্ত আয়োজন।
কটন, ভয়েল, লিনেন কটন, কটন সিল্ক কাপড়ে সাজানো এবারের আয়োজনে পোশাকগুলো করা হয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারি দিয়ে। সব সময়ের মতো ডিজাইন ও প্যাটার্নে রয়েছে নতুনত্ব ও বৈচিত্র্য। সব বয়সীদের এই আয়োজনে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ এবং বিভিন্ন ধরনের ফতুয়া ও টপস।
ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট। শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, সালোয়ার-কামিজ ও ফ্রক। পোশাকের পাশাপাশি হাতে তৈরি গয়না ও বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পাওয়া যাবে এবারের বসন্ত আয়োজনে।
বসন্তের এই নতুন আয়োজন অঞ্জন’স-এর সব স্টোর ও অনলাইন স্টোরে পাওয়া যাবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে