Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ডিজিটাল নিরাপত্তার আইনের অপব্যবহার বন্ধের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৬

ডিজিটাল নিরাপত্তার আইনের বিরুদ্ধে ময়মনসিংহে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন ও সভা করেছে ময়মনসিংহের সাংবাদিক ও সচেতন সমাজ। আজ রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে মুখে কালো কাপড় বেঁধে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানহানির প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে ময়মনসিংহ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ বিভাগ, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ ক্যামেরা জার্নালিস্ট ইউনিয়নের নেতারা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্সের নেতারা মানববন্ধনে অংশ নিয়ে এই মামলার প্রতিবাদ জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তরের ময়মনসিংহ ব্যুরো প্রধান আতাউল করিম খোকন, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সভাপতি এবং এখন টিভির ব্যুরো প্রধান মো. হারুনুর রশিদ, সংগঠনটির সাধারণ সম্পাদক ও যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো প্রধান হোসাইন শাহিদ, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি ও এনটিভির প্রতিনিধি আইয়ুব আলী, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধানকে হয়রানি বন্ধ করাসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি জানান নেতারা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ঝালকাঠিতে অবৈধভাবে বালু তোলায় দুজনকে জেল-জরিমানা 

    ‘সুশাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার জরুরি’

    শিশুকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন

    উলিপুরে ২৬৭ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

    শিবপুরে এমপির কার্যালয়ে আগুনের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের জামিন

    সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

    বেলজিয়ামের নেতৃত্বে ডি ব্রুইনা 

    জাপোরিঝিয়ায় আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া: জেলেনস্কি

    ঝালকাঠিতে অবৈধভাবে বালু তোলায় দুজনকে জেল-জরিমানা 

    ‘সুশাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার জরুরি’

    ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল

    শিশুকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন