১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে আবারও বলল বাংলাদেশ।
দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খান শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় মন্ত্রী নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তানের প্রতি ক্ষমা চাওয়ার দাবির পুনরাবৃত্তি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
পাকিস্তানের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে যে কোনো বৈঠকে বাংলাদেশের অধিকাংশ মন্ত্রী ও পদস্থ কূটনীতিকেরা এ দাবি করে থাকেন।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ গতকাল শনিবার এক টুইটে দুটি স্থিরচিত্র ও একটি ভিডিও চিত্রসহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হিনার বৈঠকের বিষয়টি প্রকাশ করেছেন।
দুই মন্ত্রী অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়াদিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বৈচিত্র্যময় ক্ষেত্রে পরস্পরের জন্য লাভজনক হয়, এমন সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন বলে মুমতাজ জাহরা দাবি করেছেন।
মোমেন শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার কলম্বো গেছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে