Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

‘তুর কলিজায় এত বল আসে কোত্থেকে, সামনাসামনি আয়’

  • ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি।
  • চাঁদা না দেওয়ায় গালিগালাজ।
  • ভাঙচুরও করা হয়েছে বঙ্গবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে।
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৫

অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ। ছবি: সংগৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ রাজধানীর বঙ্গবাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে মোবাইলে ফোন করে গালিগালাজ ও হুমকি-ধমকি দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে। 

ইমদাদুল হাসান সোহাগকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের বিষয়ে অবগত হয়েছি। আমরা ইতিমধ্যে খোঁজখবর নিচ্ছি, যাচাই-বাছাই করছি। সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

জানা গেছে, বঙ্গবাজারের ওই ব্যবসায়ী ঢাকা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতা। নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চান না। তিনি বলেন, ‘গত ৩০ জানুয়ারি ছাত্রলীগের নেতা সোহাগ আমার কাছে ফোন দিয়ে টাকা চায়, আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে গালিগালাজ করে, হলে এসে দেখা করতে বলে।’ 

ব্যবসায়ীকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার কয়েকটি অডিও রেকর্ড আজকের পত্রিকার হাতে এসেছে। এতে ব্যবসায়ীকে উদ্দেশ করে ছাত্রলীগের নেতাকে বলতে শোনা যায়, ‘আপনি কোথায়, ভাই? আপনাকে তো আমি খুঁজছি।’ ব্যবসায়ী বলেন, ‘কেন ভাই?’ তখন সোহাগ বলেন, ‘আপনাকে একটু দেখব, ভাই। আপনাকে একটু দেখার শখ হইছে আমার।’ তখন ব্যবসায়ী তাঁকে গুলিস্তানে যেতে বলেন। সোহাগ বলেন, ‘আমার অত দরকার নেই, আপনি হলে এসে দেখা করবেন।’ 

কথার একপর্যায়ে সোহাগ খেপে গিয়ে ব্যবসায়ীকে গালি দিয়ে বলেন, ‘তুই এত কথা কস ক্যা? তুই আসলে আসবি, না আসলে থাকবি।’ ব্যবসায়ী তখন বলেন, ‘আপনার সঙ্গে লেনাদেনা নেই, কী জন্য দেখা করব? আপনারা ঢাহা ইউনিভার্সিটিতে পড়ালেহা করেন, আমরা পানিতানি বেইচা খাই।’ এতে সোহাগ আরও ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তরে কী মোবাইলে কইতে হবে? তুই এত তর্ক করিস ক্যা? তুর কলিজায় কী পরিমাণ বল, এত বল আসে কোত্থেকে? তুই সামনাসামনি আয়, তুরে দেখার শখ!’ 

অমর একুশে হলের প্রাধ্যক্ষ ইসতিয়াক এম সৈয়দ বলেন, ‘আমার কাছে কেউ অভিযোগ করেননি। ব্যবসায়ীর কাছে যথেষ্ট প্রমাণ থাকলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেতে পারেন।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে চালকের মৃত্যু

    হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    মাছ-ভাতের স্বাধীনতা তুলে ধরা কি অপরাধ: বিক্ষোভে জাবি শিক্ষার্থীরা

    বন্ধুসহ নিজের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

    খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

    দেশের মানুষ শান্তিতে খাদ্য গ্রহণ করে যাচ্ছে: সুজিত রায়

    শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে চালকের মৃত্যু

    বান্দরবানে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

    পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু

    মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা