Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ইরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৮

ইরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: টুইটার ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ড পাওয়া যুগল হলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তাঁর বাগ্‌দত্তা আসতিয়াজ হাকিকি (২১)।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, তেহরানের আজাদি টাওয়ারের সামনে জনসমক্ষে নাচেন আহমাদি ও হাকিকি। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এই যুগল। এরপর ভাইরাল হয় ভিডিওটি। এরই জেরে গ্রেপ্তার করা হয় তাঁদের। এবার এই যুগলকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিলেন দেশটির একটি আদালত।

দুর্নীতি, পতিতাবৃত্তিতে উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে আহমাদি ও হাকিকির বিরুদ্ধে। এর জন্য তাঁদের মোট ১০ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে দুই বছর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এমনকি দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।

গত বছরের ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় ইরান সরকার। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হন হাজারের বেশি মানুষ। মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অনেক বিক্ষোভকারীকে।

ইরানে এখনো অস্থিরতা বিরাজমান। তবে আহমাদি ও হাকিকির নাচের ভিডিওর সঙ্গে চলমান বিক্ষোভের কোনো যোগসূত্র নেই বলে জানা গেছে। তবু তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার মতো অভিযোগ আনা হয়েছে। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রমজান শুরু বৃহস্পতিবার

    ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার আশঙ্কায় নিউইয়র্কে নিরাপত্তা জোরদার

    ইন্টারপোল রেড নোটিশ জারি করে যেভাবে

    সৌদি সফরের আমন্ত্রণ পেলেন ইরানের প্রেসিডেন্ট

    রমজানের আগে শান্তির লক্ষ্যে ইসরায়েল-ফিলিস্তিন বৈঠক

    ইমরানের বাড়িতে অভিযানের নেপথ্যে মরিয়ম নওয়াজ: পিটিআই

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড