Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সন্ত্রাসের জনপদে শান্তি এনেছেন শেখ হাসিনা: নানক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২০:৫৯

জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘রাজশাহী ছিল একসময় সন্ত্রাসের জনপদ। সেই সন্ত্রাসের জনপদে শান্তি ফিরিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস দূর করে তিনি রাজশাহীর মানুষকে শান্তি দিয়েছেন। দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন।’ 

আজ রোববার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় এসব কথা বলেন তিনি। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। 

জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘রাজশাহী আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। সমস্ত স্রোত শেখ হাসিনার জন্য। এই উত্তরের জনপদ ছিল সন্ত্রাসের অভয়ারণ্য। ছিল বাংলা ভাই। মানুষ আতঙ্কে রাতে ঘুমাতে পারত না। আজ সেই উত্তরের জনপদে শান্তির সুবাতাস বইছে। উন্নয়নের জোয়ার চলছে। মানুষ আজকে শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই শান্তি আর উন্নয়ন-অগ্রযাত্রা ধরে রাখতে নৌকার পক্ষেই থাকতে হবে।’ 

নানক বলেন, ‘মির্জা ফখরুলরা (বিএনপি) এখন পদযাত্রা করেছে। তারেক রহমান দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর বলে, আমরা নাকি পালাবার পথ পাব না! আওয়ামী লীগ কখনো পালাবার দল নয়। আওয়ামী লীগ সুখে-দুঃখে মানুষের সঙ্গে থেকে রাজনীতি করা দল।’ 

জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় অন্য নেতারা বক্তব্য দেন। 

সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ

    আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করলেও বিএনপির আশা ছাড়েনি ইসি  

    সরকারের আজ্ঞাবহ হয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়নি: সিইসি

    অনেক আন্তর্জাতিক শক্তি আছে, যাদের ধারাবাহিক গণতন্ত্র পছন্দ নয়: শেখ হাসিনা

    বাংলাদেশে গণতন্ত্র, সাম্য ও মানবাধিকার সমুন্নত রাখায় জোর বাইডেনের 

    স্বাধীনতা দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী

    গৌরনদীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে জখম যুবদল নেতা 

    সারা দেশে ঝড়-বৃষ্টির শঙ্কা, পড়তে পারে শিলা

    ভারতে মন্দিরের কূপের ছাদ ধসে ৩৫ জনের মৃত্যু

    হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

    ৪৫ জন নেবে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

    ফ্লাইটে প্রবাসীর মৃত্যু: বৈমানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিমান