বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

‘রাফাকে এভাবে কখনো খেলতে দেখিনি’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। ছবি: সংগৃহীত জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। জ্যাক ড্রেপারের বিপক্ষে এক সেট হাতে রেখেই জয় পেয়েছেন নাদাল। তবে স্প্যানিশ এই তারকার জয় পেতে একটু কষ্টই হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এমন খেলা দেখে অবাক হয়েছেন ধারাভাষ্যকারেরাও। 

মেলবোর্ন ওপেনের প্রথম দিনেই খেলতে নেমেছিলেন নাদাল। ড্রেপারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন। তবে দ্বিতীয় সেটে দুইবার পয়েন্ট হারান স্প্যানিশ টেনিস তারকা। হতাশায় কপালে হাত দিয়েছেন বাছাইয়ের দুই নম্বর টেনিস তারকা। কিছুটা অসুস্থও বোধ করছিলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। আর ৬-২ গেমে সেট জিতেছিলেন ড্রেপার। ধারাভাষ্যকার জন ফিটজার‍্যাল্ড এমন অবস্থা দেখে বলেন, ‘এটা আশ্চর্যের বিষয়। আমি এভাবে রাফাকে কখনো দেখিনি। তার চেহারা দেখেই বোঝা গিয়েছিল সে ধাক্কা খেয়েছে।’

৭-৫ গেমে এগিয়ে থেকে দ্বিতীয় সেটে ৬-২ গেমে হেরে যান নাদাল। প্রথম দুই সেট সমতা হওয়ার পর পরের দুই সেটে জিতে যান স্প্যানিশ টেনিস তারকা। ড্রেপারকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী তারকা।

ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের মধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। এছাড়া দুবার জিতেছেন উইম্বলডন এবং চারবার জিতেছেন ইউএস ওপেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন স্প্যানিশ এই টেনিস তারকা। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    ‘অভিনন্দন মুশফিক, চালিয়ে যা’

    মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ১০৩৪ শতাংশ বাড়ল

    টিভিতে আজকের খেলা (৮ জুন ২০২৩, বৃহস্পতিবার) 

    ৫৮ বছরের অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের

    ‘আমি ইন্টার মিয়ামিতে যাচ্ছি’

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার