
জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। জ্যাক ড্রেপারের বিপক্ষে এক সেট হাতে রেখেই জয় পেয়েছেন নাদাল। তবে স্প্যানিশ এই তারকার জয় পেতে একটু কষ্টই হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এমন খেলা দেখে অবাক হয়েছেন ধারাভাষ্যকারেরাও।
মেলবোর্ন ওপেনের প্রথম দিনেই খেলতে নেমেছিলেন নাদাল। ড্রেপারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন। তবে দ্বিতীয় সেটে দুইবার পয়েন্ট হারান স্প্যানিশ টেনিস তারকা। হতাশায় কপালে হাত দিয়েছেন বাছাইয়ের দুই নম্বর টেনিস তারকা। কিছুটা অসুস্থও বোধ করছিলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। আর ৬-২ গেমে সেট জিতেছিলেন ড্রেপার। ধারাভাষ্যকার জন ফিটজার্যাল্ড এমন অবস্থা দেখে বলেন, ‘এটা আশ্চর্যের বিষয়। আমি এভাবে রাফাকে কখনো দেখিনি। তার চেহারা দেখেই বোঝা গিয়েছিল সে ধাক্কা খেয়েছে।’
৭-৫ গেমে এগিয়ে থেকে দ্বিতীয় সেটে ৬-২ গেমে হেরে যান নাদাল। প্রথম দুই সেট সমতা হওয়ার পর পরের দুই সেটে জিতে যান স্প্যানিশ টেনিস তারকা। ড্রেপারকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী তারকা।
ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের মধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। এছাড়া দুবার জিতেছেন উইম্বলডন এবং চারবার জিতেছেন ইউএস ওপেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। জ্যাক ড্রেপারের বিপক্ষে এক সেট হাতে রেখেই জয় পেয়েছেন নাদাল। তবে স্প্যানিশ এই তারকার জয় পেতে একটু কষ্টই হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এমন খেলা দেখে অবাক হয়েছেন ধারাভাষ্যকারেরাও।
মেলবোর্ন ওপেনের প্রথম দিনেই খেলতে নেমেছিলেন নাদাল। ড্রেপারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন। তবে দ্বিতীয় সেটে দুইবার পয়েন্ট হারান স্প্যানিশ টেনিস তারকা। হতাশায় কপালে হাত দিয়েছেন বাছাইয়ের দুই নম্বর টেনিস তারকা। কিছুটা অসুস্থও বোধ করছিলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। আর ৬-২ গেমে সেট জিতেছিলেন ড্রেপার। ধারাভাষ্যকার জন ফিটজার্যাল্ড এমন অবস্থা দেখে বলেন, ‘এটা আশ্চর্যের বিষয়। আমি এভাবে রাফাকে কখনো দেখিনি। তার চেহারা দেখেই বোঝা গিয়েছিল সে ধাক্কা খেয়েছে।’
৭-৫ গেমে এগিয়ে থেকে দ্বিতীয় সেটে ৬-২ গেমে হেরে যান নাদাল। প্রথম দুই সেট সমতা হওয়ার পর পরের দুই সেটে জিতে যান স্প্যানিশ টেনিস তারকা। ড্রেপারকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী তারকা।
ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের মধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। এছাড়া দুবার জিতেছেন উইম্বলডন এবং চারবার জিতেছেন ইউএস ওপেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি এখন শুধুই আর দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। বল গড়িয়েছে রাষ্ট্রের কোর্টে। বাংলাদেশ সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এ বিষয়ে গত দুই দিনে এ নিয়ে কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়ে
৭ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ম্যাচের ২১ মিনিটে। মনিকা চাকমাকে পেছন থেকে ফেলে দেন সাবিত্রি ত্রিপুরা। রেফারি অবশ্য ফাউলের বাঁশি বাজাননি। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
১০ ঘণ্টা আগে
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। জয়ের জন্য মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেইবা বড় ভরসা হতে পারত রংপুর রাইডার্সের। বাঁহাতি এই পেসারের আইপিএলে বাদ পড়া নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনা অবশ্য মাঠের ভেতর প্রভাব পড়তে দেননি। একইসঙ্গে নিরাশ করেননি রংপুরকে।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে