Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বাংলাদেশে আসা এক চীনা নাগরিকের ‘বিএফ-৭’ শনাক্ত 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৪:১১

 অবশেষে শঙ্কাই সত্যি হলো, দেশে প্রবেশ করেছে চীনের নতুন উপধরন বিএফ-৭। বাংলাদেশে আসা চার চীনা নাগরিকের নমুনা পরীক্ষায় একজনের দেহে অমিক্রনের এই উপধরন পাওয়া গেছে, যা অন্যান্য ধরনের চেয়ে চার গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চীনা নাগরিকের নতুন ধরন শনাক্তের বিষয়টি আজ রোববার দুপুরে আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন গণমাধ্যমকে জানিয়েছেন।  

ডা. তাহমিনা শিরিন বলেন, ‘দেশে ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭-এর সংক্রমণ পাওয়া গেছে। প্রথম দফায় আসা চার জনের মধ্যে একজনের নমুনায় নতুন উপধরন পেয়েছি। আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে এবং সুস্থ রয়েছেন।’

এর আগে গত ২৬ ডিসেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ১০৫ জন যাত্রী। যেখানে চীনসহ অন্যান্য দেশের নাগরিকেরা ছিলেন। এ সময় বেশ কয়েকজনের শারীরিক নানা উপসর্গ দেখে সন্দেহ হলে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে চার জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের শারীরিক নানা উপসর্গ দেখে নতুন উপধরনের শিকার বলে সন্দেহ জাগে স্বাস্থ্য কর্মকর্তাদের। পরে ওই দিনই নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। একই সঙ্গে তাদের রাজধানীর মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়।

এদিকে দেশেও বাড়ছে করোনা সংক্রমণ। আগের দিন পর্যন্ত সংক্রমণের মাত্রা ১ শতাংশের মধ্যে থাকলেও গত ২৪ ঘণ্টায় সেটি ছাড়িয়ে ১ দশমিক ২৭ শতাংশে উঠেছে। একই সঙ্গে গত এক সপ্তাহ মৃত্যু শূন্য থাকলেও গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২৩ জন। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১২৫ জনে পৌঁছেছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    হজ নিবন্ধনের সময় বাড়ল, খরচও কমল

    বাংলাদেশের আপত্তি যুক্তরাষ্ট্রকে জানানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সৌদি ভিসা সেন্টার তাশির চালু হলো ঢাকায়

    তিস্তার পানি সরিয়ে নেওয়ার তথ্য যাচাই করবে বাংলাদেশ

    বিবিএসের তথ্যে সন্তুষ্ট ৮৫ শতাংশ ব্যবহারকারী

    মানুষের মন জয় করতে পারলে আত্মতৃপ্তি আসবে: প্রধানমন্ত্রী

    চাঁদপুরের যেসব গ্রামে রোজা শুরু আজ

    সার্চের ফলাফলেও বিজ্ঞাপন দেখাবে ইনস্টাগ্রাম 

    শিল্পীর সংগঠন প্রয়োজন আছে কি

    কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ 

    ‘বললেই গাইব’

    হঠাৎ ঘিরে ধরে টাকা–পয়সা ছিনিয়ে নিত ওরা