দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তসহ পাঁচ বৈশিষ্ট্যের মানুষকে দিয়ে আগামীকাল মঙ্গলবার দেশে শুরু হচ্ছে কোভিড চতুর্থ ডোজের টিকাদান কর্মসূচি।
রাজধানীসহ দেশের সব টিকাদান কেন্দ্রে নিয়মিত টিকাদানের অংশ হিসেবেই চলবে দ্বিতীয় বুস্টার ডোজ বা চতুর্থ ডোজ দেওয়ার কার্যক্রম।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম বুস্টার নেওয়ার চার মাস পূর্ণ হয়েছে এমন ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী সব জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মা এবং করোনা অতিমারিতে সামনে থেকে লড়াই করা চিকিৎসক, নার্স, পুলিশ, গণমাধ্যমকর্মী থেকে শুরু করে সরকারি সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা চতুর্থ ডোজের টিকা পাবেন।
এর আগে গত ৬ ডিসেম্বর জরুরি এক সংবাদ সম্মেলনে চতুর্থ ডোজ টিকা দেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির।
সে সময়ে তিনি ২০ ডিসেম্বর পরীক্ষামূলক ও আগামী বছরের প্রথম দিন থেকে সারা দেশে প্রয়োগের কথা জানান। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টিকা বিতরণ সংশ্লিষ্টরা।
জানতে চাইলে সরকারের টিকা বিতরণ কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে শুরুতে আমরা কিছু ব্যক্তিকে পরীক্ষামূলক প্রয়োগের পর তাঁদের পর্যবেক্ষণে রেখে এরপর শুরু করার কথা জানিয়েছিলাম। সেটি এগিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। তাই, মঙ্গলবার থেকে সারা দেশে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি, প্রতিটি কেন্দ্রে টিকা পৌঁছেছে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নামছেন ১ হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ২৪৯ জন।
৩ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অনেকেই জিজ্ঞেস করেন, ‘হ্যাঁ’ এর প্রার্থী কে? আমি বলি, হ্যাঁ-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই। কারণ ‘হ্যাঁ’ আমাদের উপহার দেবে, একটি গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ। যেটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর...
৪ ঘণ্টা আগে