Ajker Patrika

গোল সমান হলে সোনার বুট কার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৬: ১৩
গোল সমান হলে সোনার বুট কার

শেষের বাঁশি বাজতে শুরু করেছে বিশ্বকাপে। আর মাত্র একটা ম্যাচ, যে ম্যাচ জিতলেই তৃতীয় শিরোপা জেতা হয়ে যাবে ফ্রান্স কিংবা আর্জেন্টিনার। কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা? যে লড়াইটায় দুই দলের শীর্ষ দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে সমান ৫ গোলে এগিয়ে থাকলেও লড়াইটা শুধু তাঁদেরই নয়।

প্রতীকী ছবি

এবারে বিশ্বকাপে যেন দেখা যাচ্ছে নতুন এক মেসিকে, ৬ ম্যাচে গোল করেছেন ৫টি। সোনার বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী এমবাপ্পেরও টুর্নামেন্টে গোল ৫টি। সে হিসাবে ফাইনালেই শেষ হতে যাচ্ছে দুই সর্বোচ্চ গোলদাতার লড়াইও।

ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন 

এত সহজে অবশ্য সমাধান হচ্ছে না সোনার বুটের প্রতিদ্বন্দ্বিতা। এ তালিকায় মেসি-এমবাপ্পেদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন তাঁদেরই সতীর্থ হুলিয়ান আলভারেজ আর অলভিয়ের জিরু। দুই ফরোয়ার্ডের নামের পাশেই রয়েছে ৪টি করে গোল। ফাইনালে মেসি বা এমবাপ্পে গোল করতে না পারলে আলভারেজ ও জিরুরও থাকবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। সে ক্ষেত্রে তাঁদের গোল করতে হবে আজ ফাইনালে।

তবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একাধিক খেলোয়াড় সমান হলে আরও বিকল্প দেখতে হবে ফিফাকে। দুজনের গোলসংখ্যা সমান হলে প্রথমেই দেখা হবে পেনাল্টিতে কে কম গোল করেছেন। সে ক্ষেত্রে অবশ্য মেসির চেয়ে এগিয়ে কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে সেমি পর্যন্ত পেনাল্টি থেকে কোনো গোলই করেননি এই ফরাসি তারকা।

নিয়মানুযায়ী, পেনাল্টিতেও যদি সমান হয় তখন দেখা হয় কার কত অ্যাসিস্ট। এত দূর অবশ্য নাও যেতে হতে পারে। ফাইনালে মেসি-এমবাপ্পেই হয়তো মীমাংসা করে দিতে পারেন সোনার বুটের বিজয়ীর হিসাব। একই সুযোগ থাকছে জিরু ও আলভারেজেরও। 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ