শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সেকশন

 

‘সাংবাদিক, ওরে আরও বেশি করে পেটা’ বলেই ছাত্রলীগের হামলা

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৯:১০

 আহত অবস্থায় সাংবাদিক শরীফ হাসান মিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা ঢাকার দোহার উপজেলায় মারধরের ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার সাংবাদিক শরীফ হাসান মিয়া। আহত শরীফ হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দৈনিক আজকের পত্রিকার দোহার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার জয়পাড়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। 

ইতিমধ্যে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন মহল থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। 

ভুক্তভোগী সাংবাদিক শরীফ হাসান হামলার বিষয়ে বলেন, ‘জয়পাড়া কলেজে ছাত্রলীগের কয়েকজন সদস্য একটি ছেলেকে মারধর করছিল। আমি তখন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই এবং ওই ঘটনা আমার মোবাইলে ধারণা করার চেষ্টা করি। তখন জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং তার নির্দেশে অর্পণ পাল, অনিক ফারহান, জিসান আহমেদ ও ঈশান আহমেদসহ আরও বেশ কয়েকজন মিলে আমাকে মারধর করে। আমি তাদের বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পর আব্দুর রহমান শান্ত বলে—ও সাংবাদিক ওরে আরও বেশি করে পেটা।’ 

এ ঘটনার বিষয়ে দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতির আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ঘটনার সঙ্গে যদি ছাত্রলীগের কোনো কর্মী জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো একজনের অপরাধের দায় সংগঠন গ্রহণ করবে না।’ 

এ ঘটনায় দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে মানববন্ধন করবে দোহার প্রেসক্লাব।’ 

দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে সাংবাদিককে দেখতে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    আমি মেধার পক্ষেই ছিলাম: রিমান্ড শুনানিতে আদালতে অতিরিক্ত ডিআইজি মশিউর

    ঢাবিতে যুবককে হত্যা: জড়িত থাকলে ছেলের বিচার চান ফিরোজের বাবা-মা

    বগুড়ায় সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম

    নারায়ণগঞ্জে দুর্বৃত্তের মারধরে সাংবাদিক আহত 

    এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে: ফরহাদ মজহার

    ট্রেনের নিচে ঝাঁপ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার, দ্বিখণ্ডিত লাশের পাশে সুইসাইড নোট

    রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

    ফেরার সময় ফুল নিয়ে ফিরতে পারলেই সফলতা: নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য 

    রাশিয়ার সবচেয়ে ধনী নারীর কাছে স্বামী এখন শত্রু

    সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর