গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চুরির অভিযোগে জনসম্মুখে এক কিশোরকে পেটাচ্ছিলেন সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদুল হক। এ সময় সেই মারধরের ভিডিও করায় আরেক কিশোরকে বেধড়ক পিটিয়েছেন তিনি।
গতকাল সোমবার থেকে মারধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে গত ২৭ জুলাই (বুধবার) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিকেবাড়ি এলাকায় একটি মাঠে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে চেয়ারে বসে আছেন ইউপি সদস্য রাশেদুল হক। তাঁর চারপাশে শতাধিক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। আর তাঁর সামনে মাটিতে বসা দুই কিশোর। তাঁদের মধ্যে একজন পিটুনি খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। তারপরেও পেটানো হচ্ছে। সে হাত তুলে মাফ চেয়ে পিটুনি থেকে বাঁচা চেষ্টা করছে। এমন অবস্থাতেও ইউপি সদস্য রাশেদুল হক লাঠি দিয়ে কিশোরকে পেটাচ্ছেন আর গালিগালাজ করছেন। এ সময় ইউপি সদস্যকে বলতে শোনা যায় ‘ভিডিও করলি কেন?’
এ নিয়ে বিকেবাড়ি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, ইউপি সদস্য রাশেদুল হক এলাকায় তাঁর খেয়াল খুশি মতো বিচারের নামে লোকজনকে মারধর করেন। গত ২৭ জুলাই বিকেলে চুরির অভিযোগে এক কিশোর ধরে আনা হলে তিনি তাকে মারধর করেন। ওই কিশোরকে মারধর করার সময় সেখানে উপস্থিত অপর এক কিশোর সেটি ভিডিও ধারণ করছিল। এ সময় মেম্বার তাঁকেও ধরে এনে মারধর করা কিশোরের পাশেই পেটান। কিন্তু তাদের বাড়ি ওই এলাকার না হওয়ায় কিশোরদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ইউপি সদস্য রাশেদুল হক বলেন, এক কিশোর এলাকায় আগেও বিভিন্ন জনের মোবাইল, ঘরের দরকারি জিনিসপত্র চুরি করে আগেও ধরা পড়েছে। বিভিন্ন সময়ে তাকে শাসন করে ছেড়ে দেওয়া হয়েছে। একবার পুলিশে দেওয়া হয়েছে। কিন্তু সে ভালো হয়নি।
ইউপি সদস্য আরও বলেন, ‘ওই কিশোর স্থানীয় জসিম পোলট্রি থেকে মুরগি চুরি করেছে। পোলট্রির ম্যানেজার বাচ্চুসহ অন্যরা কিশোরকে তিনটি মুরগিসহ হাতেনাতে ধরে আমার কাছে নিয়ে আসে। চুরি করার অভিযোগে তাকে আমি ‘শাসন’ করেছি। ‘শাসন’ করার সময় এখানে উপস্থিত আরেক যুবক ভিডিও করছিল। এ জন্য তাকেও ‘শাসন’ করেছি। আমি কাউকে মারধর করিনি।’
ইউপি সদস্যের দাবি করেন, ‘‘শাসন’ করার সময় কয়েকশত মানুষ উপস্থিত ছিল। সকলেই আমাকে সমর্থন দিয়েছে। কেউ কোনো প্রতিবাদ করেনি। ওই দুজনের কেউই স্থানীয় নয়।’
এ বিষয়ে ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুসল্লী বলেন, ‘আমি লোকমুখে ঘটনা শুনে ওই মেম্বারকে বিষয়টি জানতে চেয়েছি। তিনি আমাকে ঘটনা জানিয়েছেন। পরে আমি মেম্বার সাহেবকে বলেছি, কাজটা তিনি ঠিক করেননি।’
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ঘটনার শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে চুরির অভিযোগে জনসম্মুখে এক কিশোরকে পেটাচ্ছিলেন সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদুল হক। এ সময় সেই মারধরের ভিডিও করায় আরেক কিশোরকে বেধড়ক পিটিয়েছেন তিনি।
গতকাল সোমবার থেকে মারধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে গত ২৭ জুলাই (বুধবার) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিকেবাড়ি এলাকায় একটি মাঠে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে চেয়ারে বসে আছেন ইউপি সদস্য রাশেদুল হক। তাঁর চারপাশে শতাধিক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। আর তাঁর সামনে মাটিতে বসা দুই কিশোর। তাঁদের মধ্যে একজন পিটুনি খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। তারপরেও পেটানো হচ্ছে। সে হাত তুলে মাফ চেয়ে পিটুনি থেকে বাঁচা চেষ্টা করছে। এমন অবস্থাতেও ইউপি সদস্য রাশেদুল হক লাঠি দিয়ে কিশোরকে পেটাচ্ছেন আর গালিগালাজ করছেন। এ সময় ইউপি সদস্যকে বলতে শোনা যায় ‘ভিডিও করলি কেন?’
এ নিয়ে বিকেবাড়ি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, ইউপি সদস্য রাশেদুল হক এলাকায় তাঁর খেয়াল খুশি মতো বিচারের নামে লোকজনকে মারধর করেন। গত ২৭ জুলাই বিকেলে চুরির অভিযোগে এক কিশোর ধরে আনা হলে তিনি তাকে মারধর করেন। ওই কিশোরকে মারধর করার সময় সেখানে উপস্থিত অপর এক কিশোর সেটি ভিডিও ধারণ করছিল। এ সময় মেম্বার তাঁকেও ধরে এনে মারধর করা কিশোরের পাশেই পেটান। কিন্তু তাদের বাড়ি ওই এলাকার না হওয়ায় কিশোরদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ইউপি সদস্য রাশেদুল হক বলেন, এক কিশোর এলাকায় আগেও বিভিন্ন জনের মোবাইল, ঘরের দরকারি জিনিসপত্র চুরি করে আগেও ধরা পড়েছে। বিভিন্ন সময়ে তাকে শাসন করে ছেড়ে দেওয়া হয়েছে। একবার পুলিশে দেওয়া হয়েছে। কিন্তু সে ভালো হয়নি।
ইউপি সদস্য আরও বলেন, ‘ওই কিশোর স্থানীয় জসিম পোলট্রি থেকে মুরগি চুরি করেছে। পোলট্রির ম্যানেজার বাচ্চুসহ অন্যরা কিশোরকে তিনটি মুরগিসহ হাতেনাতে ধরে আমার কাছে নিয়ে আসে। চুরি করার অভিযোগে তাকে আমি ‘শাসন’ করেছি। ‘শাসন’ করার সময় এখানে উপস্থিত আরেক যুবক ভিডিও করছিল। এ জন্য তাকেও ‘শাসন’ করেছি। আমি কাউকে মারধর করিনি।’
ইউপি সদস্যের দাবি করেন, ‘‘শাসন’ করার সময় কয়েকশত মানুষ উপস্থিত ছিল। সকলেই আমাকে সমর্থন দিয়েছে। কেউ কোনো প্রতিবাদ করেনি। ওই দুজনের কেউই স্থানীয় নয়।’
এ বিষয়ে ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুসল্লী বলেন, ‘আমি লোকমুখে ঘটনা শুনে ওই মেম্বারকে বিষয়টি জানতে চেয়েছি। তিনি আমাকে ঘটনা জানিয়েছেন। পরে আমি মেম্বার সাহেবকে বলেছি, কাজটা তিনি ঠিক করেননি।’
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ঘটনার শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে