নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার তেল কিনলেও গ্রাহককে দেওয়া হয় ৩২০ টাকার তেল। টাকা নিয়ে কম তেল দেওয়ার প্রতিবাদে স্টেশনে অবস্থান নিয়েছেন এক যুবক। ওই যুবকের নাম শেখ ইশতিয়াক আহমেদ (২৮)। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা।
ইশতিয়াক আহমেদ আজকের পত্রিকা’কে বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়ে দেখি তেল নেই। পরে অকটেন নেওয়ার জন্য সোহরাব সার্ভিস স্টেশনে গিয়ে আমি ৫০০ টাকার অকটেন দিতে বলি। পরে কাউন্টারে গিয়ে টাকা দিলে তারা আমাকে ৫০০ টাকার ভাউচার দিয়ে বাকি টাকা ফেরত দেয়। ৫০০ টাকার অকটেনে আমার গাড়ির ট্যাঙ্কি অনেকটা ভরে যায়। কিন্তু আমি যখন গাড়ি স্ট্যার্ট দিলাম তখন দেখি তেলের সিগন্যাল বাতিতে দেখি মাত্র দুটি বাতি জ্বলছে। পরে কাউন্টারে গিয়ে কথা বললে প্রথমে অস্বীকার করলেও পরে তারা আমাকে ফ্রিতে পুরো ট্যাঙ্কি ভরে দেওয়ার প্রলোভন দেখায়। কিন্তু তাতে রাজি হইনি। এখন ভোক্তা অধিকারে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানের বিষয়ে জানতে চাইলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইশতিয়াক বলেন, ‘আমরা যারা রাস্তায় বাইক চালাই তারা বিভিন্ন পেট্রল পাম্প থেকে প্রতারিত হই। আমি চাই, টাকা দিয়েও সঠিক পরিমাণে তেল না দিয়ে ঠকানোর প্রতিবাদ করতে।’
তেল কম দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহরাব সার্ভিস স্টেশনের কেউ কথা বলতে রাজি হননি। তাঁদের দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে দারুস্সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। ৩০০ টাকার তেল দিয়ে ৫০০ টাকা নেওয়ায় একজন প্রতিবাদ করেছেন। আমরা লোক পাঠিয়ে কাউকে পাইনি। পরে শুনেছি তিনি ভোক্তা অধিকারে অভিযোগ দিয়েছেন।’

রাজধানীর কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার তেল কিনলেও গ্রাহককে দেওয়া হয় ৩২০ টাকার তেল। টাকা নিয়ে কম তেল দেওয়ার প্রতিবাদে স্টেশনে অবস্থান নিয়েছেন এক যুবক। ওই যুবকের নাম শেখ ইশতিয়াক আহমেদ (২৮)। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা।
ইশতিয়াক আহমেদ আজকের পত্রিকা’কে বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়ে দেখি তেল নেই। পরে অকটেন নেওয়ার জন্য সোহরাব সার্ভিস স্টেশনে গিয়ে আমি ৫০০ টাকার অকটেন দিতে বলি। পরে কাউন্টারে গিয়ে টাকা দিলে তারা আমাকে ৫০০ টাকার ভাউচার দিয়ে বাকি টাকা ফেরত দেয়। ৫০০ টাকার অকটেনে আমার গাড়ির ট্যাঙ্কি অনেকটা ভরে যায়। কিন্তু আমি যখন গাড়ি স্ট্যার্ট দিলাম তখন দেখি তেলের সিগন্যাল বাতিতে দেখি মাত্র দুটি বাতি জ্বলছে। পরে কাউন্টারে গিয়ে কথা বললে প্রথমে অস্বীকার করলেও পরে তারা আমাকে ফ্রিতে পুরো ট্যাঙ্কি ভরে দেওয়ার প্রলোভন দেখায়। কিন্তু তাতে রাজি হইনি। এখন ভোক্তা অধিকারে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানের বিষয়ে জানতে চাইলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইশতিয়াক বলেন, ‘আমরা যারা রাস্তায় বাইক চালাই তারা বিভিন্ন পেট্রল পাম্প থেকে প্রতারিত হই। আমি চাই, টাকা দিয়েও সঠিক পরিমাণে তেল না দিয়ে ঠকানোর প্রতিবাদ করতে।’
তেল কম দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহরাব সার্ভিস স্টেশনের কেউ কথা বলতে রাজি হননি। তাঁদের দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে দারুস্সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। ৩০০ টাকার তেল দিয়ে ৫০০ টাকা নেওয়ায় একজন প্রতিবাদ করেছেন। আমরা লোক পাঠিয়ে কাউকে পাইনি। পরে শুনেছি তিনি ভোক্তা অধিকারে অভিযোগ দিয়েছেন।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে