বাংলাদেশকে যে কতবার খাদের কিনারা থেকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম, তার ইয়ত্তা নেই। দলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতেও মুশফিকের জুড়ি মেলা ভার। সে কারণেই তাঁর নামটাই হয়ে গেছে ‘মিস্টার ডিপেন্ডেবল’।
ভরসার প্রতীক মুশফিক গতকালই লিটন দাসকে নিয়ে মহাকাব্যিক জুটি গড়ে রেকর্ড বইয়ে ঝড় তুলেছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে সাদা পোশাকে পূরণ করেছেন ৫ হাজার রান। আজ আরও দুটি মাইলফলক স্পর্শ করে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।
মুশফিকের ভেলায় চড়ে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৩৬৫ রানে। ৩৫ বছর বয়সী তারকা অপরাজিত ছিলেন ১৭৫ রানে। ম্যারাথন ইনিংসটি খেলার পথে একটি জায়গায় ছাড়িয়ে গেছেন বন্ধুপ্রতিম সতীর্থ তামিম ইকবালকে।
বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান মুশফিকের। তাঁর সংগ্রহ ৭০৭০। তামিম এখন পর্যন্ত করেছেন ৭০৬৩।
১১৫ রানে অপরাজিত থেকে গতকাল ‘রাত্রিযাপন’ করেছেন মুশফিক। তামিমকে টপকে যেতে হলে আজ করতে হতো আরও ৫৪। দেশের সবচেয়ে অভিজ্ঞ কিপার-ব্যাটার করেছেন প্রয়োজনের চেয়ে ৬ রান বেশি। এই মাইলফলক গড়তে তামিমের চেয়ে ২৮ বার বেশি ব্যাটিংয়ে নামতে হয়েছে তাঁকে। মুশফিক-তামিমের পরের দুটি স্থান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
মুশফিক আরেকটি জায়গায় নিজেকেই ছাড়িয়ে গেছেন। সঙ্গে রেকর্ডও গড়েছেন। টেস্টে ঘরের মাঠে বাংলাদেশিদের মধ্যে আগে থেকেই সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন। এবার প্রথম বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন ৩ হাজার রানের মাইলফলক। ৮৩ ইনিংসে মুশফিকের সংগ্রহ ৩০২২ রান। এখানেও তাঁর পেছনে তামিম। মুশফিকের চেয়ে ৯ ইনিংস কম খেলে ২৬৯ রান কম করেছেন দেশসেরা ওপেনার।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে