প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ করে দিতে দ্বিতীয়বারের মতো ভার্চুয়াল চাকরি মেলার আয়োজন করেছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)। অনলাইনে দুদিনব্যাপী এ মেলার উদ্বোধন হয় আজ বুধবার। জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা এতে অংশ নিতে পারছেন। মেলায় সহযোগিতা করছে ইনোভেশন টু ইনক্লুশন (আইটুআই) কনসোর্টিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিবিডিএনের চেয়ারম্যান আরদাশীর কবির বলেন, ‘ব্যক্তিমালিকানা খাতের প্রতিষ্ঠানগুলোতে টেবিলভিত্তিক কাজ ও প্রযুক্তিভিত্তিক চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের লক্ষ্যে আমরা কাজ করছি। সব প্রতিষ্ঠানেরই উচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া।’
মেলাটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্কিলস ২১ প্রকল্প এবং এফসিডিওর অর্থায়নে আইটুআই প্রকল্পের সহযোগিতায় আয়োজিত। এই মেলায় কারিগরি সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্প এবং বিডিজবস। মেলার মূল উদ্দেশ্য—প্রযুক্তিকে ব্যবহার করে কর্মক্ষম ও দক্ষ প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের সঙ্গে কর্মদাতা প্রতিষ্ঠানের সংযোগ ঘটানো, যেন তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই মেলা একটি মাইলফলক। করোনা মহামারির কবলে পড়ে অর্থনৈতিক খাতগুলো ক্ষতিগ্রস্ত হলেও প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এটি বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ। তাঁরা ঘরে থেকে কাজে যোগদানের সুযোগ পাচ্ছেন, যা তাঁদের চলাফেরার বাধাকে দূর করে দিচ্ছে।
ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘আমরা যারা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে আছি, আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে। যদি প্রতিবন্ধী ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ তালিকা, তাদের দক্ষতার বিবরণ এবং ঠিকানা এফবিসিসিআইকে দেওয়া হয়, তাহলে অন্যান্য চেম্বার অব কমার্সের সঙ্গে যোগাযোগ করে দক্ষতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হবে।’
ভার্চুয়াল এই মেলায় অংশ নিতে ইচ্ছুক প্রতিবন্ধী ব্যক্তিরা বিডিজবসের ওয়েবসাইটে জব ফেয়ার অপশনে গিয়ে যোগ দিতে পারবেন।
প্রতিবন্ধী সম্পর্কিত আরও পড়ুন:
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে