Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নিষেধাজ্ঞা দিয়ে কতটা কাবু করা যাবে রাশিয়াকে

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৪:০৭

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্স ফাইল ছবি ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা কমাতে সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল শুক্রবার বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিজেদের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

একই বিষয়ে একই স্থানে গত সপ্তাহেও দেশ দুটির উপপররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। গতবারের বৈঠকের মতো এবারের বৈঠকও কোনো ধরনের ঐকমত্য ছাড়া শেষ হতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে ‘সম্মিলিত জোট’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তা ছাড়া, রাশিয়া শিগগির ইউক্রেন আক্রমণ করতে পারে এবং এ জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

একই দিন কিয়েভে এক সংবাদ সম্মেলনে ‘যেকোনো পরিস্থিতিতে’ ইউক্রেনের পাশে থাকার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। তা ছাড়া, বৃহস্পতিবার বার্লিনে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার আগে ব্লিনকেন বলেন, ‘আমার ধারণা, যেকোনো মুহূর্তে পুতিন ইউক্রেন আক্রমণের আদেশ দিতে পারেন।’

এ ধরনের মন্তব্য ফলপ্রসূ আলোচনার পথে বাধা বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আলোচনার আগে যুক্তরাষ্ট্রের তরফে যেসব মন্তব্য আসছে, তা উত্তেজনা কমাতে কোনোভাবেই সাহায্য করবে না। বরং বিদ্যমান পরিস্থিতি আরও জটিল করবে।’

আলোচনায় উভয় পক্ষ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে এসব নিষেধাজ্ঞা পুতিনকে কতটা কাবু করতে পারবে, তা নিয়ে বিতর্ক আছে।

টেক্সাসের এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইউভাল ওয়েবার বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা স্বল্প মেয়াদে পুতিনকে অতটা ধাক্কা দিতে পারবে না। তবে দীর্ঘ মেয়াদে তা রাশিয়ার অর্থনীতিকে ধসিয়ে দেবে। আর রাশিয়ার ইউক্রেন আক্রমণ হবে অনেকটা নিজের পায়ে কুড়াল মারার মতো।’

তবে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপকেও ভোগাবে বলে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নটর ডেমের ক্রোক ইনস্টিটিউটের ডেভিড কর্রাইট। কারণ অঞ্চলটি রুশ গ্যাসের ওপর বড় ধরনের নির্ভরশীল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৩ হাজার কোটি ডলার। তাই মার্কিন নিষেধাজ্ঞা রাশিয়ার সাধারণ মানুষকে ভোগালেও পুতিনের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের গায়ে তার আঁচ লাগতে বেশ সময় লাগবে।

বিশ্লেষণ সম্পর্কিত আরও পড়ুন:

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইন্টারপোল কি নিপীড়ক শাসকদের হাতিয়ার হয়ে উঠছে

    ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ কি শেষে ‘শাপে বর’ হবে

    আন্তর্জাতিক অপরাধ আদালত কি ‘কাগুজে বাঘ’ই থেকে যাবে

    যুদ্ধবাজ ম্যাকনামারা–কিসিঞ্জার–বুশ–ব্লেয়ার যুদ্ধাপরাধী নয় কেন?

    পুতিন কি গ্রেপ্তার হবেন

    এমকিউ-৯ রিপার: বিধ্বস্ত ড্রোন নিয়ে জানার আছে যা যা

    বগুড়ার সেই অতিরিক্ত জেলা জজকে বদলি

    উইন্ডোজে নেওয়া স্ক্রিনশট অনিরাপদ, চুরি হতে পারে তথ্য  

    দাম্পত্য কলহের জেরে শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

    পল্টনে বাসচাপায় বৃদ্ধ নিহত

    ব্যাটার মন খারাপ করবেন বলে উইকেট উদ্‌যাপন করেন না হাসান

    ‘আইডিয়া লস প্রজেক্ট’