ইউক্রেনে আক্রমণের উদ্দেশ্যে রাশিয়া বিপুল পরিমাণ সমরসজ্জা করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির প্রশাসন বলছে রাশিয়া ইতিমধ্যে ইউক্রেন আক্রমণে ব্যবহৃত হতে পারে এমন একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত ‘প্রায় শেষ করে এনেছে’। এবং যেকোনো মুহূর্তে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক এক সমীক্ষার বরাত দিয়ে সাংবাদমাধ্যম সিএনএন বলছে, ‘রাশিয়া, ইউক্রেনের সীমান্তের আশপাশের এলাকায় অন্তত ১ লাখ ২৭ হাজার সৈন্য সমাবেশ করেছে।’ এর মধ্যে রাশিয়ান ফেডারেশন’স আর্মড ফোর্সেস–এর ১ লাখ ৬ হাজার সৈন্যসহ বিমান ও নৌ–সেনা মিলিয়ে প্রায় ১ লাখ ২৭ হাজার সদস্যের ওই বাহিনী প্রস্তুত করেছে বলে জানানো হয়েছে।
ওই সমীক্ষা বলা হয়েছে, পরিস্থিতি খুবই কঠিন এবং ইউক্রেন বিশ্বাস করে এই রণসজ্জার মধ্য দিয়ে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে ভাঙন এবং ন্যাটোকে দুর্বল করার প্রচেষ্টা চালাচ্ছে। সমীক্ষায় আরও বলা হয়, ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের যে সক্ষমতা তা কমিয়ে আনতেই রাশিয়ার এমন পদক্ষেপ। এমন সময়ে এই সমীক্ষা এল যখন গত সপ্তাহেই ইউক্রেন সংকট সমাধানে রাশিয়া এবং তার পশ্চিমা প্রতিপক্ষের মধ্যকার আলোচনা কোন প্রকার ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান গত বুধবার বলেছিলেন, ‘মস্কো আসলে আলোচনাটিকে কূটনৈতিক ব্যর্থতার অজুহাত হিসেবে ব্যবহার করতে চায় তা স্পষ্ট নয়।’
ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রতিবেদন বলছে, রাশিয়া স্থায়ীভাবে দেশটির কেন্দ্র এবং পূর্বাঞ্চল থেকে ইউক্রেনের নিকটবর্তী এলাকায় স্থানান্তর করেছে। গত ডিসেম্বর এবং চলতি জানুয়ারি মাসের প্রথমার্ধ জুড়েই রাশিয়া এদিকে অস্ত্র, গোলাবারুদ এমনকি ভ্রাম্যমাণ হাসপাতালও ইউক্রেন সীমান্তের কাছে স্থানান্তর করেছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে