
কত রকম ভক্তই তো হয়! কত রকম পাগলামি করে ভক্তরা প্রিয় তারকার জন্য! কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার ‘ফ্যান ইনসিডেন্ট’-এর কাহিনি অনেকের চেয়েই আলাদা। যে কারণে এত বছর পরেও ওই ভক্তের কথা বেশ ভালোই মনে আছে অভিনেত্রীর।
প্রিয়াঙ্কা তখন মুম্বাইয়ে থাকেন। ক্লাস সিক্সে পড়ুয়া এক কিশোর ছিল অভিনেত্রীর ক্রেজি ফ্যান। দিনের পর দিন ওই কিশোর এসে দাঁড়িয়ে থাকত প্রিয়াঙ্কার বাসার সামনে।
সম্প্রতি ওই ভক্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রিয়াঙ্কা। মাত্রই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। এ ছবির প্রচারণার অংশ হিসেবে এক ব্রিটিশ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা। সাক্ষাৎকারের একপর্যায়ে তাঁর কাছে জানতে চাওয়া হয় ‘ফ্যান ইনসিডেন্ট’ সম্পর্কে। সেখানেই ওই কিশোর ভক্তের কাহিনি উল্লেখ করেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘সে একটা বোর্ডিং স্কুলে পড়ত। সম্ভবত ক্লাস সিক্সে। সপ্তাহের শেষে স্কুলে জানাত যে, ও পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর পরিবারকে জানাত, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। কিন্তু আসলে আমার অ্যাপার্টমেন্টের বাইরে এসে বসে থাকত। ভাবুন, ক্লাস সিক্সের একটা বাচ্চা! ঘণ্টার পর ঘণ্টা ওখানে দাঁড়িয়ে থাকত এই আশা নিয়ে যে কখন আমার গাড়িটা আসবে। এরপর একদিন আমাকে সিকিউরিটি থেকে ফোন করে জানায়, এই বাচ্চাটা ৩-৪ সপ্তাহ ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি ঘটনাটা জানতে পারি। এরপর একদিন আমি ওকে ডেকে কথা বলি।’
সেই ভক্তকে কী বলেছিলেন অভিনেত্রী? প্রিয়াঙ্কা বলেন, ‘ও বলল, বড় হয়ে সে আমার মতো হতে চায়। আমার সঙ্গে সময় কাটাতে চায়। ওর মনে হয়েছিল, আমার সঙ্গে সময় কাটাতে ওর ভালো লাগবে। এটা আমার খুব ভালো লেগেছিল যে, সিনেমার পর্দায় বা টিভিতে আমাকে দেখে ওর মনে হয়েছে, আমি ওর ভালো বন্ধু হবো। তাই আমি ঠিক করলাম, ওর সঙ্গে বন্ধুত্বটা করেই ফেলি। এরপর আমি ওর বাবা-মাকে ফোন করে জানাই—ও আমার সঙ্গে আছে, একদম নিরাপদ আছে। ওকে স্কুলে ফেরত পাঠাই।’
তারপর থেকে ওই কিশোরের সঙ্গে প্রিয়াঙ্কার নিয়মিত যোগাযোগ ছিল। এ ঘটনা শেষ করে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা হয়তো পাগলামিতে ভরা ফ্যান ইনসিডেন্ট নয়, তবে মিষ্টি একটা ঘটনা—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

কত রকম ভক্তই তো হয়! কত রকম পাগলামি করে ভক্তরা প্রিয় তারকার জন্য! কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার ‘ফ্যান ইনসিডেন্ট’-এর কাহিনি অনেকের চেয়েই আলাদা। যে কারণে এত বছর পরেও ওই ভক্তের কথা বেশ ভালোই মনে আছে অভিনেত্রীর।
প্রিয়াঙ্কা তখন মুম্বাইয়ে থাকেন। ক্লাস সিক্সে পড়ুয়া এক কিশোর ছিল অভিনেত্রীর ক্রেজি ফ্যান। দিনের পর দিন ওই কিশোর এসে দাঁড়িয়ে থাকত প্রিয়াঙ্কার বাসার সামনে।
সম্প্রতি ওই ভক্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রিয়াঙ্কা। মাত্রই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। এ ছবির প্রচারণার অংশ হিসেবে এক ব্রিটিশ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা। সাক্ষাৎকারের একপর্যায়ে তাঁর কাছে জানতে চাওয়া হয় ‘ফ্যান ইনসিডেন্ট’ সম্পর্কে। সেখানেই ওই কিশোর ভক্তের কাহিনি উল্লেখ করেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘সে একটা বোর্ডিং স্কুলে পড়ত। সম্ভবত ক্লাস সিক্সে। সপ্তাহের শেষে স্কুলে জানাত যে, ও পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর পরিবারকে জানাত, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। কিন্তু আসলে আমার অ্যাপার্টমেন্টের বাইরে এসে বসে থাকত। ভাবুন, ক্লাস সিক্সের একটা বাচ্চা! ঘণ্টার পর ঘণ্টা ওখানে দাঁড়িয়ে থাকত এই আশা নিয়ে যে কখন আমার গাড়িটা আসবে। এরপর একদিন আমাকে সিকিউরিটি থেকে ফোন করে জানায়, এই বাচ্চাটা ৩-৪ সপ্তাহ ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি ঘটনাটা জানতে পারি। এরপর একদিন আমি ওকে ডেকে কথা বলি।’
সেই ভক্তকে কী বলেছিলেন অভিনেত্রী? প্রিয়াঙ্কা বলেন, ‘ও বলল, বড় হয়ে সে আমার মতো হতে চায়। আমার সঙ্গে সময় কাটাতে চায়। ওর মনে হয়েছিল, আমার সঙ্গে সময় কাটাতে ওর ভালো লাগবে। এটা আমার খুব ভালো লেগেছিল যে, সিনেমার পর্দায় বা টিভিতে আমাকে দেখে ওর মনে হয়েছে, আমি ওর ভালো বন্ধু হবো। তাই আমি ঠিক করলাম, ওর সঙ্গে বন্ধুত্বটা করেই ফেলি। এরপর আমি ওর বাবা-মাকে ফোন করে জানাই—ও আমার সঙ্গে আছে, একদম নিরাপদ আছে। ওকে স্কুলে ফেরত পাঠাই।’
তারপর থেকে ওই কিশোরের সঙ্গে প্রিয়াঙ্কার নিয়মিত যোগাযোগ ছিল। এ ঘটনা শেষ করে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা হয়তো পাগলামিতে ভরা ফ্যান ইনসিডেন্ট নয়, তবে মিষ্টি একটা ঘটনা—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১ দিন আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১ দিন আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে