ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

প্রশ্ন: স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এখন আমি যৌতুক নিরোধ আইনে মামলা করেছি। আমার উকিল আমাকে ভুল বুঝিয়ে স্বামীকে অস্থায়ী জামিন করিয়ে দিয়েছেন। এখন আমাকে ধমক দেওয়া হচ্ছে। মামলা খারিজ করে ফেলবে কি না, সে বিষয়ে এখন আমার ভয় হচ্ছে। উকিল এখন আমার হয়ে আদালতে মুভ করেন না। আমার করণীয় কী? নূরে জান্নাত, নারায়ণগঞ্জ
উত্তর: আপনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং এখন আইনি সহায়তাও বিশ্বাসঘাতকতা অনুভব করছেন, সেটি খুবই দুঃখজনক। তবে ভয়ের কিছু নেই। আপনার জন্য এখনো অনেক পথ খোলা আছে।
১. উকিল যদি আপনার বিরুদ্ধে কাজ করে থাকেন, তাহলে তাঁকে বদল করুন।
» আপনি আইনজীবী পরিবর্তন করতে পারবেন যেকোনো সময়।
» নতুন আইনজীবীকে দিয়ে আপনি আদালতে একটি ‘ওকালতনামা প্রত্যাহার’ এবং নতুন আইনজীবী নিযুক্তির আবেদন করতে পারবেন।
» আপনার আইনজীবী আপনাকে ভুল বুঝিয়ে কাজ করিয়েছেন, চাইলে আপনি বাংলাদেশ বার কাউন্সিল বা জেলা আইনজীবী সমিতিতে এ বিষয়ে অভিযোগ করতে পারেন।
২. অস্থায়ী জামিন হলেও মামলা শেষ হয়নি, আপনার মামলা এখনো চলছে।
» আপনার স্বামী হয়তো জামিন পেয়েছেন। কিন্তু এতে মামলা খারিজ হয়ে যায়নি।
» এখন আপনি চাইলে আদালতে আবেদন করে তাঁর জামিন বাতিল চেয়ে বলতে পারেন যে তিনি আপনাকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটি জামিনের শর্ত ভঙ্গের মধ্যে পড়ে।
আপনার আইনজীবীর মাধ্যমে বা নিজে (জেলা জজ আদালতে বা ম্যাজিস্ট্রেট আদালতে) আবেদন করে বলতে পারেন,
‘জামিনে থাকার সুযোগ নিয়ে তিনি আমাকে পুনরায় হুমকি দিচ্ছেন এবং মামলার সাক্ষ্য প্রভাবিত করার চেষ্টা করছেন।’
৩. থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।
আপনার স্বামী যদি আপনাকে হুমকি দিয়ে থাকেন, তবে এখনই নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন। এতে আপনি ভবিষ্যতে প্রমাণ করতে পারবেন যে তিনি জামিন পাওয়ার পরে আপনাকে ভয় দেখিয়েছেন।
৪. নারীরা নির্যাতনের শিকার হলে যা করতে পারেন—
» নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে মামলা করতে পারেন, যদি নির্যাতন শারীরিক বা যৌন হয়।
» যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর আওতায় আগেই মামলা করেছেন, সেটির তদন্ত ও বিচার চালিয়ে যেতে হবে।
» জেলা লিগ্যাল এইড অফিস থেকে আপনি বিনা মূল্যে সরকারি আইনজীবীর সহায়তা পেতে পারেন।
৫. নিরাপত্তার জন্য আশ্রয় চাইলে—
» আপনি চাইলে নারায়ণগঞ্জে অবস্থিত সেফ হাউস বা মহিলাবিষয়ক অধিদপ্তরের সুরক্ষা কেন্দ্রের সাহায্য নিতে পারেন।
» এ ছাড়া ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্রের মতো বেসরকারি সংগঠনের সাহায্য চাইলে নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রশ্ন: স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এখন আমি যৌতুক নিরোধ আইনে মামলা করেছি। আমার উকিল আমাকে ভুল বুঝিয়ে স্বামীকে অস্থায়ী জামিন করিয়ে দিয়েছেন। এখন আমাকে ধমক দেওয়া হচ্ছে। মামলা খারিজ করে ফেলবে কি না, সে বিষয়ে এখন আমার ভয় হচ্ছে। উকিল এখন আমার হয়ে আদালতে মুভ করেন না। আমার করণীয় কী? নূরে জান্নাত, নারায়ণগঞ্জ
উত্তর: আপনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং এখন আইনি সহায়তাও বিশ্বাসঘাতকতা অনুভব করছেন, সেটি খুবই দুঃখজনক। তবে ভয়ের কিছু নেই। আপনার জন্য এখনো অনেক পথ খোলা আছে।
১. উকিল যদি আপনার বিরুদ্ধে কাজ করে থাকেন, তাহলে তাঁকে বদল করুন।
» আপনি আইনজীবী পরিবর্তন করতে পারবেন যেকোনো সময়।
» নতুন আইনজীবীকে দিয়ে আপনি আদালতে একটি ‘ওকালতনামা প্রত্যাহার’ এবং নতুন আইনজীবী নিযুক্তির আবেদন করতে পারবেন।
» আপনার আইনজীবী আপনাকে ভুল বুঝিয়ে কাজ করিয়েছেন, চাইলে আপনি বাংলাদেশ বার কাউন্সিল বা জেলা আইনজীবী সমিতিতে এ বিষয়ে অভিযোগ করতে পারেন।
২. অস্থায়ী জামিন হলেও মামলা শেষ হয়নি, আপনার মামলা এখনো চলছে।
» আপনার স্বামী হয়তো জামিন পেয়েছেন। কিন্তু এতে মামলা খারিজ হয়ে যায়নি।
» এখন আপনি চাইলে আদালতে আবেদন করে তাঁর জামিন বাতিল চেয়ে বলতে পারেন যে তিনি আপনাকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটি জামিনের শর্ত ভঙ্গের মধ্যে পড়ে।
আপনার আইনজীবীর মাধ্যমে বা নিজে (জেলা জজ আদালতে বা ম্যাজিস্ট্রেট আদালতে) আবেদন করে বলতে পারেন,
‘জামিনে থাকার সুযোগ নিয়ে তিনি আমাকে পুনরায় হুমকি দিচ্ছেন এবং মামলার সাক্ষ্য প্রভাবিত করার চেষ্টা করছেন।’
৩. থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।
আপনার স্বামী যদি আপনাকে হুমকি দিয়ে থাকেন, তবে এখনই নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন। এতে আপনি ভবিষ্যতে প্রমাণ করতে পারবেন যে তিনি জামিন পাওয়ার পরে আপনাকে ভয় দেখিয়েছেন।
৪. নারীরা নির্যাতনের শিকার হলে যা করতে পারেন—
» নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে মামলা করতে পারেন, যদি নির্যাতন শারীরিক বা যৌন হয়।
» যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর আওতায় আগেই মামলা করেছেন, সেটির তদন্ত ও বিচার চালিয়ে যেতে হবে।
» জেলা লিগ্যাল এইড অফিস থেকে আপনি বিনা মূল্যে সরকারি আইনজীবীর সহায়তা পেতে পারেন।
৫. নিরাপত্তার জন্য আশ্রয় চাইলে—
» আপনি চাইলে নারায়ণগঞ্জে অবস্থিত সেফ হাউস বা মহিলাবিষয়ক অধিদপ্তরের সুরক্ষা কেন্দ্রের সাহায্য নিতে পারেন।
» এ ছাড়া ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্রের মতো বেসরকারি সংগঠনের সাহায্য চাইলে নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৫ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৫ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৫ দিন আগে
আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
১২ দিন আগে