ফিচার ডেস্ক

১৯৮৮ সালে যখন তিনি আল্পসে ফিরে যান এবং আইগার পর্বতের নর্থ ফেসে আরোহণ করেন, তখন তিনি ছয় মাসের গর্ভবতী। এই অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ কাজে থাকায় ভীষণ সমালোচিত
হন তিনি। এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না।’ এই নারীর নাম আলিসন হারগ্রিভস।
মাত্র ৯ বছর বয়সে বেন নেভিস পর্বতে এবং ১৩ বছর বয়সে রক ক্লাইম্বিং শুরু করেছিলেন তিনি।
আলিসন হারগ্রিভস যেকোনো এক সময় পর্বতে আরোহণে ইতিহাস গড়বেন, সেটা একরকম অবধারিত ছিল। করেছেনও তাই। ১৯৯৫ সালের ১৩ মে তিনি প্রথম নারী হিসেবে অক্সিজেন ও শেরপার সাহায্য ছাড়া নর্থ কোল-নর্থইস্ট রিজ রুট দিয়ে এভারেস্টে আরোহণ করে ইতিহাস গড়েছিলেন। সেই অভিযানে অ্যাডভান্সড বেস ক্যাম্পের ওপরে তিনি অন্য দলগুলো থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করেন। তবে তিনি ফিক্সড রোপ ব্যবহার করেননি। পর্বতের উচ্চ স্থানে অবস্থিত সেকেন্ড স্টেপে থাকা মই ব্যবহার করেন।
১৯৯৫ সালের গ্রীষ্মে আলিসন পাকিস্তানে যান কোনো ধরনের সহায়তা বা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই কে২ পর্বতে আরোহণ করার জন্য। ১৩ আগস্ট বিকেলে অনেক দেরিতে শৃঙ্গে পৌঁছান তিনি। নিচে নামার সময় প্রবল ঝড় তাঁর দলকে কাবু করে। আলিসন সেই প্রবল ঝড়ে পর্বত থেকে ছিটকে পড়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।
সূত্র: এক্সপ্লোরার্স ওয়েভ

১৯৮৮ সালে যখন তিনি আল্পসে ফিরে যান এবং আইগার পর্বতের নর্থ ফেসে আরোহণ করেন, তখন তিনি ছয় মাসের গর্ভবতী। এই অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ কাজে থাকায় ভীষণ সমালোচিত
হন তিনি। এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না।’ এই নারীর নাম আলিসন হারগ্রিভস।
মাত্র ৯ বছর বয়সে বেন নেভিস পর্বতে এবং ১৩ বছর বয়সে রক ক্লাইম্বিং শুরু করেছিলেন তিনি।
আলিসন হারগ্রিভস যেকোনো এক সময় পর্বতে আরোহণে ইতিহাস গড়বেন, সেটা একরকম অবধারিত ছিল। করেছেনও তাই। ১৯৯৫ সালের ১৩ মে তিনি প্রথম নারী হিসেবে অক্সিজেন ও শেরপার সাহায্য ছাড়া নর্থ কোল-নর্থইস্ট রিজ রুট দিয়ে এভারেস্টে আরোহণ করে ইতিহাস গড়েছিলেন। সেই অভিযানে অ্যাডভান্সড বেস ক্যাম্পের ওপরে তিনি অন্য দলগুলো থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করেন। তবে তিনি ফিক্সড রোপ ব্যবহার করেননি। পর্বতের উচ্চ স্থানে অবস্থিত সেকেন্ড স্টেপে থাকা মই ব্যবহার করেন।
১৯৯৫ সালের গ্রীষ্মে আলিসন পাকিস্তানে যান কোনো ধরনের সহায়তা বা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই কে২ পর্বতে আরোহণ করার জন্য। ১৩ আগস্ট বিকেলে অনেক দেরিতে শৃঙ্গে পৌঁছান তিনি। নিচে নামার সময় প্রবল ঝড় তাঁর দলকে কাবু করে। আলিসন সেই প্রবল ঝড়ে পর্বত থেকে ছিটকে পড়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।
সূত্র: এক্সপ্লোরার্স ওয়েভ

যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৫ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৫ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৫ দিন আগে
আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
১২ দিন আগে